31 C
Kolkata
Friday, May 17, 2024

Padma Flower: ব্যাপকহারে পদ্ম ফুলের চাষ হয়েছে, হাসি ফুটেছে পদ্ম চাষীদের

Must Read

দুর্গাপূজায় মালদায় এবারে ব্যাপকহারে পদ্ম ফুলের চাষ হয়েছে। এমনকি বাজারদর ভালো মেলায় হাসি ফুটেছে পদ্ম চাষীদের। এরই মধ্যে মালদা থেকে কয়েক মন পদ্মফুল যাতে করে এবছর মালদার পদ্ম চাষীরা এই ফুলের চাষ করে ভালো লাভের আশা দেখছেন।

আরও পড়ুন -  Durga Pujo: সিদ্ধেশ্বরী কালী বাড়ী

ইতিমধ্যে মালদার বেশকিছু হিমঘরে পদ্মফুল সংরক্ষিত করে রাখা কাজ শুরু করে দিয়েছেন চাষীরা। আর কয়েকদিন পর দুর্গাপুজো । পুজো শুরুর প্রাক্কালে ভিন রাজ্যের পাশাপাশি পদ্মফুল এবারেও মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে পদ্মফুল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ। এই বিষয়ে হিমঘর এসোসিয়েশনের আহ্বায়ক মালিক উজ্জল সাহা জানিয়েছেন, দুর্গাপুজোর প্রাক্কালে এখন থেকে পদ্মফুল হিমঘরে সংরক্ষিত করে রাখার জন্য নিয়ে আসছেন চাষিরা। দুর্গাপূজায় ১০৮ টি করে পদ্মফুল প্রয়োজন হয়।

আরও পড়ুন -  Durga Pujo: ইলিশ খিচুড়ি দুর্গা পুজোয়

এছাড়াও আশ্বিন-কার্তিক মাসে বিভিন্ন পুজোর ক্ষেত্রে পদ্মফুলের চাহিদা রয়েছে। এতদিন উড়িষ্যা রাজ্য থেকেই বড় মাপের পদ্মফুল মালদার পাশাপাশি বাইরেও রপ্তানি হতো।এবারের মালদায় ব্যাপক পদ্মফুল উৎপাদন হয়েছে। যা মালদা থেকে পাশাপাশি আসাম , ঝাড়খন্ড, বিহার , উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Sex Worker: 'বেশ্যাদ্বারের মাটি' দেবেন না সোনাগাছির যৌনকর্মীরা, প্রধান উৎসব দুর্গাপূজায়

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img