Trrible Fire: মাতৃবন্দনার আগেই মহানগরীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কলুটোলা স্ট্রিটে

Published By: Khabar India Online | Published On:

সোমবার সকালে বড়বাজার লাগোয়া কলুটোলা স্ট্রিটের একটি গুদামে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় সূত্রের খবর, আগুন ছড়িয়ে পড়েছে গোটা গুদামেই। দাউদাউ করে জ্বলছে সেই আগুন। গোটা এলাকা ভরে উঠেছে কালো ধোঁয়ায়। স্থানীয়রা বলছেন, ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের যেখানে গুদাম রয়েছে সেটা ঘিঞ্জি এলাকা এবং চার তলা একটি বাড়ির দোতলায় রয়েছে সেই গুদাম ঘরটি।

আরও পড়ুন -  Web Series: এবার OTT প্ল্যাটফর্মে রিলিস হল সাহসী ওয়েব সিরিজ রোমান্সের ভরপুর, ১৮+ হলে তবেই দেখবেন

সাত সকালে সেখানে থেকে ধোঁয়া বের হতে দেখেন। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। খবর পাঠানো হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন তড়িঘড়ি পৌঁছয়। পরিস্থিতি দেখে পরে আরও একটি ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও বলে খবর। দমকল কর্মীদের সাহায্যে কাজ করছেন পুলিশকর্মীরা। এছাড়াও জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আগুন নেভানোর কাজ চলছে এই যুদ্ধকালীন তত্‍পরতায়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি। দমকলকর্মীরা জানিয়েছেন, প্রচুর জামাকাপড় রাখা ছিল ওই গুদামে। তাছাড়া আরও অনেক জিনিসপত্র মজুত ছিল সেখানে। কোনওভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। ওই এলাকায় রয়েছে আরও অনেক দোকান। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। তার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি ও দোকান থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন -  Web Series: ‘উল্লু’ নিয়ে এলো নতুন দারুন সাহসী ওয়েব সিরিজ, ঘর বন্ধ করে দেখতে হবে

কিছুদিন আগেই গার্ডেনরিচের একটি প্লাস্টিকের কারখানা বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল সেইবার। কলকাতা শহরে মাস কয়েক ধরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই থাকছে। গত মাসেই আগুন লেগে যায় কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগে। কলকাতা মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিভাগেও আগুন লাগে। মাস কয়েক আগেই মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের চার তলায় আগুন লেগেছিল।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গের সামাজিক উন্নয়নের পথে 'জাগো' প্রকল্প, মহিলাদের ৫০০০ টাকা দেবে মমতা সরকার