Baisakhi Chatterjee: রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নৃত্যে মগ্ন বৈশাখী, শোভনের চারপাশে, হঠাৎ এমন নৃত্যে !

Published By: Khabar India Online | Published On:

 অন্যতম জুটি শোভন –  বৈশাখীর এক সঙ্গে উপভোগ করা কিছু মুহূর্ত ধরা পরলো সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে দেখা গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের তালে তাল দিয়ে নৃত্যরত বৈশাখী এবং শোভনের চারপাশে ঘুরে ঘুরে ছন্দে ছন্দে নৃত্যে মগ্ন তিনি। এমন ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রোলিং।

আরও পড়ুন -  World Cup In Qatar: অফিসিয়াল 'বল' সামনে এলো, কাতার বিশ্বকাপে

 ব্যক্তিগত জীবন নিয়েই হোক কিংবা রাজনৈতিক জীবন, সবকিছুতেই বিতর্কিত এই জুটি। ইতিমধ্যেই শোনা যাচ্ছে বৈশাখী তাঁর স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন। শুধু তাই নয়, বৈশাখী বর্তমানে শোভন চট্টোপাধ্যায়ের বাসস্থানটিও কিনে নিয়েছেন এক কোটি টাকায়। ফের খবরের শিরোনামে উঠে এসেছে শোভন-বৈশাখী। একটি ভিডিও শুট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে সবুজে ঢাকা বারান্দায় বৈশাখী নাচছেন রবীন্দ্র সংগীত “মম চিত্তে নৃত্যে নৃত্যে”-এর তালে তালে।রাজনৈতিক ময়দানেই হোক কিংবা কোনো অনুষ্ঠানে সব সময় এই জুটিকে রংমিলান্তি পোশাকে দেখা যায়।এ দিনে এর কিছুটা ব্যতিক্রম চোখে পড়ে।শোভনের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং সাথে বেগুনি ধুতি।

আরও পড়ুন -  Brazil: ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু ব্রাজিলে

বৈশাখী পরেছিলেন ঈষৎ হলদেটে একটি শাড়ি ও বেগুনি ব্লাউজ। পূজা উপলক্ষে প্রথমবার ফ্যাশন শ্যুটিং তথা ফটোশুট করলেন এই জুটি।একটি জনপ্রিয় সংবাদসংস্থা দ্বারা আয়োজিত দুর্গাপূজার ষষ্ঠীর ফটোশ্যুট উপলক্ষে সঞ্চালিকা লাবন্য দত্তের সঞ্চালনায় লোপামুদ্রা মিত্রের গাওয়া ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানের ছন্দে নেচে উঠলেন বৈশাখী।

আরও পড়ুন -  DURGA PUJA: পুজোই ভরসা হস্তশিল্পীদের, অতিমারি পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে