Smartphones: গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না !

Published By: Khabar India Online | Published On:

 সোমবার থেকে কয়েক লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাপস, জিমেইল ও ইউটিউবসহ গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না। ব্যবহারকারীরা অ্যাপগুলোতে লগ-ইন করতে চাইলেও তা হবে না।

 বিবৃতিতে গুগল জানিয়েছে, যে স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ২.৩.৭ কিংবা পূর্ববর্তী সংস্করণ ইনস্টল করা আছে, সেগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা।

আরও পড়ুন -  রাণী লক্ষীবাই-এর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

গুগল জানিয়েছে, ‘ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।’

আরও পড়ুন -  সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে, টলিউড তারকা, দেবলীনা কুমার গর্জে ওঠলেন

যে স্মার্টফোনগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা

সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস মডেলের স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন। এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।

আরও পড়ুন -  Smartphones: স্মার্টফোন আগাম জানিয়ে দেবে, ভূমিকম্পের পূর্বাভাস !