প্রশ্ন তুললেন শেবাগ, ভারতের বিশ্বকাপ দল নিয়ে

Published By: Khabar India Online | Published On:

 আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল। সবশেষ রবিবার রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন চাহাল, ছিলো একটি মেইডেনও।

কিন্তু তার জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও রাহুল চাহারকে নিয়েছে ভারত। আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপটিতে চাহালকে না নেয়ার কারণ খুঁজে পাচ্ছেন না ভিরেন্দর শেবাগ।

আরও পড়ুন -  Monkey Pox: সতর্ক হচ্ছে ভারত, রাজ্যে প্রবেশের অনুমতি স্ক্রিনিং করেই

 ব্যাঙ্গালুরুর ১৬৫ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই ৫৭ রান করে ফেলেছিলো মুম্বাই। সেখান থেকে তাদের ১১১ রানে থামিয়ে দেয়ার পথে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন চাহালই। কুইন্টন ডি কককে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি, পরে আউট করেন তিন নম্বরে নামা ইশান কিশানকেও।

আরও পড়ুন -  এই রকম ঘনিষ্ঠ দৃশ্য আলিয়া নাজের, দেখলে আরও গরম হবেন, সিরিজটি দেখার আগে বন্ধ করুন দরজা

ম্যাচ শেষে ক্রিকবাজে শেবাগ বলেছেন, ‘এমন নয় যে চাহাল ভিন্ন কিছু করছে। সে সবসময় এ কাজটাই করে থাকে। শ্রীলঙ্কা সফরেও তা-ই করেছে। সে জানে এই ফরম্যাটে কীভাবে বোলিং করতে হয়।’

তবু চাহালকে বিশ্বকাপ দলে না রাখায় হতাশা প্রকাশ করে শেবাগ বলেন, ‘আমি কখনোই বুঝতে পারিনি কেনো তাকে (চাহাল) বিশ্বকাপে নেয়া হয়নি। কোনো একটা কারণ তো থাকতে হবে যেমন ফর্মে নেই অথবা তার চেয়ে ভালো করছে অন্য কেউ?’

আরও পড়ুন -  Greece: নিহতের সংখ্যা বেড়ে ৫৯, গ্রিস উপকূলে নৌকাডুবি

স্কোয়াডে থাকা লেগস্পিনার রাহুল চাহারের সঙ্গে তুলনা টেনে তিনি আরও বলেন, আমরা রাহুল চাহারকে এমন কিছু করতে দেখি না।