Spider: মাকড়সা দূর করার উপায় জানুন

Published By: Khabar India Online | Published On:

ঘরে মাকড়সার উৎপাত দেখা দেয়। ঘরের বিভিন্ন কোণায় জাল বিছিয়ে বাসা বাঁধে মাকড়সা। জানেন কি, ঘর বেশি নোংরা থাকলে মাকড়সার আনাগোনা বেড়ে যায়।

একটি থেকে দুইটি মাকড়সার সংখ্যা বাড়তে থাকে। আপনার ঘরেও যদি এমন মাকড়সার উৎপাত দেখা দেয় তাহলে কয়েকটি নিয়ম করে দেখুন।

আরও পড়ুন -  Web Series: এই ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে ভর্তি, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

যখনই ঘরের কোনো স্থানে মাকড়সা দেখবেন তখনই উত্খাত করুন। কারণ একটি থেকেই মাকড়সার সংখ্যা বাড়তে শুরু করবে।

সপ্তাহে অন্তত একবার ঘরের কোণা ভালো করে ঝেড়ে ফেলুন। ঘরে ময়লা জমলেই মাকড়সার জাল বুনতে সুবিধা হয়।

আরও পড়ুন -  যৌনকর্মীদের পাশে থাকার আহ্বান জানালেন, মানালী - অভিমন্যু, তিনটি বিপদের সময়ে

মাকড়সা ঘরে দেখলেই জলেতে লেবুর রস মিশিয়ে একটি বোতলে নিয়ে স্প্রে করুন মাকড়সার জালে।

 হলুদ মেশানো জল স্প্রে করেও মাকড়সা দূর করতে পারেন। সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী আগামী ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

আরেকটি উপায়ে মাকড়সা দূর করতে পারেন। ভিনেগার ও জল একসঙ্গে মিশিয়ে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাকড়সা সহ্য করতে পারে না।

বছরে একবার দেওয়ালে রং করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।