Spider: মাকড়সা দূর করার উপায় জানুন

Published By: Khabar India Online | Published On:

ঘরে মাকড়সার উৎপাত দেখা দেয়। ঘরের বিভিন্ন কোণায় জাল বিছিয়ে বাসা বাঁধে মাকড়সা। জানেন কি, ঘর বেশি নোংরা থাকলে মাকড়সার আনাগোনা বেড়ে যায়।

একটি থেকে দুইটি মাকড়সার সংখ্যা বাড়তে থাকে। আপনার ঘরেও যদি এমন মাকড়সার উৎপাত দেখা দেয় তাহলে কয়েকটি নিয়ম করে দেখুন।

আরও পড়ুন -  বসে আছে গাছের ডালে, নাম না জানা পাখি

যখনই ঘরের কোনো স্থানে মাকড়সা দেখবেন তখনই উত্খাত করুন। কারণ একটি থেকেই মাকড়সার সংখ্যা বাড়তে শুরু করবে।

সপ্তাহে অন্তত একবার ঘরের কোণা ভালো করে ঝেড়ে ফেলুন। ঘরে ময়লা জমলেই মাকড়সার জাল বুনতে সুবিধা হয়।

আরও পড়ুন -  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সঙ্গে অর্থ কমিশনের বৈঠক

মাকড়সা ঘরে দেখলেই জলেতে লেবুর রস মিশিয়ে একটি বোতলে নিয়ে স্প্রে করুন মাকড়সার জালে।

 হলুদ মেশানো জল স্প্রে করেও মাকড়সা দূর করতে পারেন। সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

আরও পড়ুন -  সঞ্জয় দত্ত একই ঘরে অভিষেক পত্নীর সাথে, নেটদুনিয়ায় শোরগোল, ভিডিও ভাইরাল হতে, VIDEO

আরেকটি উপায়ে মাকড়সা দূর করতে পারেন। ভিনেগার ও জল একসঙ্গে মিশিয়ে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাকড়সা সহ্য করতে পারে না।

বছরে একবার দেওয়ালে রং করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।