Horoscope: আজ ১৩ই সেপ্টেম্বর, রাশিফল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ১৩ই সেপ্টেম্বর (২৪শে ভাদ্র) সোমবার, রাশিফল দেখুন।

মেষঃ আজ কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। মনো বেদনাতে ভুগবেন। ভেঙে না পড়ে নিজে শক্ত হন। নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো নয়।

বৃষঃ আজ আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে  বিশ্বাস করবেন না। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকার চেষ্টা করুন।

মিথুনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা ও মন শক্ত রাখুন। সহজে ভেঙে পড়বেন না।

আরও পড়ুন -  Huge Amount Of Wordplay: আবারো বিপুল পরিমাণের শব্দবাজি উদ্ধার

কর্কটঃ আজ অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ হবে। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি ভালো নয়।

সিংহঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা  নিয়ে সময় কাটান। দিনটি খুব ভাল।

কন্যাঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ১০ই অক্টোবর, রাশিফল দেখুন

তুলাঃ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধানে কাজ কর্ম করুন। পরিবার ব্যতিত অন্য কারোর পরামর্শ নেবেন না। দিনটি খুব একটা ভালো নয়।

বৃশ্চিকঃ আজ আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম-ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি খুব ভাল।

ধনুঃ আজ আপনি সৎ মানুষের সান্নিধ্যে আসতে পারেন। বন্ধুর কাছ থেকে জীবনের অনেক পাঠ শিখতে পারবেন। দিনটি বেশ ভালোই যাবে।

আরও পড়ুন -  মাঠে নামছে তিন প্রধান

মকরঃ আজ আপনার কাছের কোনো মানুষের প্রতি অভিমান হওয়ার সম্ভাবনা আছে। রেগে যাবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো নয়।

কুম্ভঃ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি খুব ভালো যাবে।

মীনঃ আজ পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেন না। দিনটি খুবই ভালো।