আমার শহর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

আমার শহর

আমার শহর যানবিভ্রাটে, বন্দি জ্যামে
ভ্যাপসা গরম মাখছে ধূলো ভিজছে ঘামে।
অটো-টোটো, উবের-ওলা – ছুটছে জীবন
তবুও সুখী কল্পনারা আপন-স্বজন।।

ভাঙছে সেঁতু, পুড়ছে গাড়ি ধর্মঘটে
দৈনিক এ’ গদ্য কাব্য, মেটেনা এক টেকশটে
মিটিংয়ে মিছিলে বিক্ষোভ উত্তাল প্রতিবাদ
তবুও ভাঙা গরাদে ভাসে রাত আকাশের চাঁদ।

আমার শহর দূষণ ভরা, ভাইরাস নিঃশ্বাসে
ঘেয়ো পলিটিক্স মরছে, ধুঁকছে হাড়ে মাসে-
আউলেবাউলে ছন্নছাড়া, ভোঁতা বোধ ধার হীন,
তবুও বইছে জীবন ,আশ্চর্য চলিষ্ঞুতার জিন।।

আরও পড়ুন -  মহিলা যাত্রী প্রতিক্ষালয়ের উদ্বোধন করলেন মেয়র

আমার শহর শিকাগো থেকে হেঁটেছে দীর্ঘ পথ
মুক্তি পথে ধূলো ঝড় তুলে গেছে কতনা রথ
ধূলোর ঝড়ে ধূসর পথ, ঝাপসা হয়েছে চোখ,
তবুও আমার শহরকে ভোলেনি, বিশ্ববাসী লোক।।

আরও পড়ুন -  Actress Sonam Kapoor: ২ কোটি ৪১ লাখ টাকা চুরি সোনমের

আমার শহর শপিংমল হাইরাইজ ভীড়ে ভরা
দ্রব্য মূল্য বৃদ্ধিতে প্রতিবাদী আগুন ঝরা,
দশটা পাঁচটা অফিস করা তিরিক্ষি মেজাজ
তবুও সাহিত্য সংস্কৃতির ক্ষ্যাপা আড্ডাবাজ।।

আমার শহর সবজান্তা বুদ্ধিজীবির ঠেক
বর্বরতার গায়ে প্রতিবাদী সমালোচনার ভেক-
আগুন ঝলক ছাড়াই জ্বলে দারুণ প্রতিবাদ
তবুও ইতিহাস সগৌরবে ছড়ায় মুগ্ধতার স্বাদ।।

আমার শহর নষ্ট হওয়ার চতুর্দিকে বীজ পোতে
ফুরিয়ে যায় বুড়িয়ে যায় সে গড্ডালিকার স্রোতে,
জীবন যেন স্তব্ধ যাপন উচ্ছ্বাস মুছে একঘেয়ে-
তবুও হতাশার গহীনে, কাব্যিজ্বরও আসে ধেয়ে।।

আরও পড়ুন -  Bhojpuri Video: আম্রপালি ওয়ান পিস ড্রেসে রয়েছে, এই দেখে লোভ ধরে রাখতে পারলেন না নিরাহুয়া, ভিডিও দেখুন

আমার শহর নড়বড়ে ভিত বাংলাভাষা জ্ঞানে
পরজীবী ছত্রাক বাঁচে পরের ভাষা ও গানে,
দুঃখ বিলাস অনুযোগ অভিযোগ কি ভীষণ প্রিয়
তবুও আমার শহর, তুমি আমার আনন্দনগরী-ও।।

মৌলি বণিক। কবি।