Shirshendu Mukherjee: সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায় প্রয়াত। শুক্রবার রাতে  নিজের বাসভবনে যোধপুর পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় লিখেছেন, ‘ বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সহধর্মীনি সোনামন মুখোপাধ্যায় প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ রাতে কলকাতায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে আশি-উত্তীর্ণা, সাহিত্য অনুরাগিণী এবং সাহিত্যব্রতী সোনামন মুখোপাধ্যায় সাহিত্যের রস আস্বাদনে পারঙ্গম ছিলেন। তিনি নিজেও সাহিত্যের আসরে স্বকীয় স্বাক্ষর রেখেছেন। একসময় শিক্ষকতা এবং সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার সঙ্গে আমার সম্পর্ক মধুর ছিল।’

আরও পড়ুন -  ভারতরত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৯ তম জন্মদিন ও ৫৯ তম মৃত্যুদিন পালন করল মালদা জেলা কংগ্রেস

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘ তার প্রয়াণ শিল্প ও সংস্কৃতি জগতে এক বিশেষ ক্ষতি। আমি শীর্ষেন্দুদা সহ সোনামন মুখোপাধ্যায়ের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তার মৃত্যুর সময় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও পরিবারের অন্যান্য সদস্যরা তার সঙ্গে ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত সোনামন মুখোপাধ্যায়ের।

আরও পড়ুন -  Sofia Ansari: সোফিয়া আনসারী এবার দেখা দিলেন এই লুকে, তাঁর প্রতিটি ছবি ভাইরাল