নতুন নিয়ম ঘোষণা মমতার, বিধি – নিষেধ বাড়লো আরো ১৫ দিন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিষেধের সময়সীমা আরও বেশ কিছু দিন বাড়ানো হলো রাজ্য সরকারের তরফ থেকে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বিধি-নিষেধ চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এছাড়াও বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশ কিছু নতুন ঘোষণা করলেন এই বিধি নিষেধ নিয়ে।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনই লোকাল ট্রেন চালানো হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। তবে, নাইট কারফিউ এর সময়সীমা কিছুটা কমবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ চলছিল। তবে এবার থেকে নাইট কারফিউ এর সময়সীমা রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। আগামী ১৬ই আগস্ট থেকে নতুন বিধি-নিষেধ কার্যকর হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন -  Lakshmi Bhandar Update: সব মহিলারাই পাবেন ১০০০ টাকা, ‘লক্ষ্মীর ভান্ডার’, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবে নাইট কারফিউ এর সময়সীমা পরিবর্তন করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করলেন। তিনি বললেন, সাধারণ মানুষ অনেক সময় বাড়ি ফিরতে পারছেন না। রাস্তায় বাসের সংখ্যা কমে যাচ্ছে। কোথাও গেলে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে বাস পাওয়া যাচ্ছে না, গণপরিবহন বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণেই জনগণের দাবি এবং কাজকর্মের কথা বিবেচনা করে নাইট কারফিউয়ের সময় দু’ঘণ্টা কমিয়ে দেওয়া হল। এছাড়াও নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের করো না পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো নিয়ে বিরত থাকার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -  প্রেমের জ্বালায় পাগল মোনালিসা প্রবল বৃষ্টি দেখে, এই জুটির রোম্যান্স দেখে নেট ভক্তরা দিশেহারা VIDEO

গত মে মাসে থেকে বারংবার রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউন চালানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রথম দিকে বেশ কয়েকদিন একেবারে সম্পূর্ণ লকডাউন থাকলেও পরবর্তীতে লকডাউন এর সময়সীমা কমেছে, লকডাউন অন্যরকমভাবে চলেছে এবং আরও অনেক কিছু পরিবর্তন এনেছে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানো নিয়ে কোনোরকম ঘোষণা করা হয়নি। মমতার কথা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোনো ভাবেই লোকাল ট্রেন চালু করা হবে না। কিন্তু কেন লোকাল ট্রেন চালু করা হচ্ছে না, এ প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘সবাই জানতে চাইছে লোকাল ট্রেন কেন খুলছে না, কবে থেকে লোকাল ট্রেন খুলবে। কিন্তু যদি এখনই লোকাল ট্রেন চালু করে দেওয়া হয় তাহলে সংক্রমণ আবারো দ্রুত হারে বৃদ্ধি পেয়ে যাবে। এখন মোটামুটি দৈনিক ৬০০ এর মত পজিটিভ কেস রয়েছে। যদি লোকাল ট্রেন চালু করে দেওয়া হয়, তাহলে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে। আমাদের সমস্ত রকম গণপরিবহন চালু করতে হচ্ছে। সকলে যাতায়াত করার জন্য বাস অটো এবং টোটো চলছে। আমরা সবই জানি, লোকাল ট্রেনে অনেকে যাতায়াত করেন। তাদের অনেকের অসুবিধা হচ্ছে। কিন্তু সকলের কথা চিন্তা চিন্তা করে তবেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। শহরতলী এবং জেলাগুলিতে ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হয়ে যাবার পরে লোকাল ট্রেন চালু করা হবে।’

আরও পড়ুন -  Corona: আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে বিশ্বে করোনা