বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রণ পেলেন মমতা, আপ্লুত মুখ্যমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বিজেপির তাবড় তাবড় নেতারা বারংবার ঢাকঢোল পিটিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক কীর্তি নিয়ে। আগামী আগস্ট মাসে তিনি নাকি, নিরাপত্তা পরিষদের সভা পরিচালনা করতে চলেছেন। এই নিয়ে অনেকবার প্রশংসা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় এইবারে বিশ্বমঞ্চে ডাক পেতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এবছরের রোমে বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করা হয়েছে এবং তাতে ডাক পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসা মাত্রই, বাঙ্গালীদের মনে আনন্দের ঢেউ বয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী ঝাড় গ্রামে গিয়ে ধামসা মাদল বাজিয়ে, কিংবা এক হাঁটু জলে দাঁড়িয়ে ত্রাণ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাকে আর যাই হোক না কেন, বাঙালি এতদিন ফায়ার লেডি হিসেবে চিনে এসেছেন।

আরও পড়ুন -  Lakshmi Bhandar Update: সব মহিলারাই পাবেন ১০০০ টাকা, ‘লক্ষ্মীর ভান্ডার’, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ইতিমধ্যেই তার স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী বিশ্বমঞ্চে সমাদৃত। আগামী ৬ ও ৭ অক্টোবর ইতালির রাজধানী রোমে তিনি উপস্থিত থাকবেন বিশ্ব শান্তি বৈঠকে। আমন্ত্রণপত্র সরাসরি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ইতিমধ্যেই নবান্নের কর্তারা এই নিয়ে বেশ উচ্ছ্বসিত। আমন্ত্রণ পত্রের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক ক্ষেত্রে অবদান কে সম্মান জানিয়ে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এমনকি তাকে অভিনন্দন জানিয়েছেন খোদ কমিউনিটি অফ সান্ট এগিডিও এর সভাপতি। এছাড়াও বিশ্বমঞ্চে তার বিভিন্ন প্রকল্পকে সম্মান জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, “গত ১০ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেবার জন্য, এবং সামাজিক সৌভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য আপনার অবদান অনস্বীকার্য।” এই চিঠি লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিজেও অত্যন্ত আপ্লুত। এইরকম একটি জায়গায় আমন্ত্রণ করা অত্যন্ত বড় ব্যাপার। আর তাই নিয়ে রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন।

আরও পড়ুন -  কর্মচারী পেনশন প্রকল্পে আওতাভুক্ত পেনশন ভোগীদের ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার একাধিক বিকল্প সুবিধা চালু