Horoscope: ১০ই আগস্ট, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ১০ই আগস্ট (২৪শে শ্রাবণ) মঙ্গলবার রাশিফল।

মেষঃ আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সবার সাথে ভালো সময় কাটান। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।

বৃষঃ আজ  বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মিথুনঃ  আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

আরও পড়ুন -  Horoscope: আজ ২১শে অক্টোবর, লক্ষীবার, রাশিফল দেখুন

কর্কটঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর দিনটি বেশ ভালোই যাবে। নতুন বন্ধুত্বে মন ভালো থাকবে বন্ধুর সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন।

সিংহঃ আজ  চোখের সমস্যায় ভুগতে পারেন। ভালো চোখের ডাক্তারের কাছে চিকিৎসা করান। ভালো লেন্সের চশমা পড়ুন। চোখের প্রতি যত্নশীল হন।

কন্যাঃ আজ  কাছের কোনো মানুষের প্রতি অভিমান হওয়ার সম্ভাবনা আছে। রেগে যাবেননা। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

আরও পড়ুন -  ভারতের প্রধানমন্ত্রী ও নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা

তুলাঃ আজ আপনি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ  ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। দুজনে ভালো সময় কাটান।

ধনুঃ আজ  দীর্ঘদিন কোনো বিপদে থাকলে আজ নিজের বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে মুক্ত পেতে পারেন। মন দিয়ে সাবধানে নিজের কাজ করার চেষ্টা করুন।

আরও পড়ুন -  Volodymyr Zelensky: ভলোদিমির জেলেনস্কি বরখাস্ত করলেন পাঁচ রাষ্ট্রদূতকে

মকরঃ  আজ আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

কুম্ভঃ  অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।

মীনঃ  আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন