Horoscope: আজ ২৬শে জুলাই, রাশিফল কি বলছে ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ২৬শে জুলাই (৯ই শ্রাবণ) সোমবার, রাশিফল জানুন।

মেষঃ আপনার বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে টাকা ব্যয় করুন। বিনা কারণে অযথা টাকা পয়সা খরচ করবেন না। সব দিক বিবেচনা করে চলুন।

বৃষঃ আজ ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেন না। দিনটি বেশ ভালো।

মিথুনঃ কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। আপনার উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। আজকে দিনটি সুখকর নয়।

আরও পড়ুন -  Horoscope: আজ ২০ই সেপ্টেম্বর, রাশিফল দেখুন

কর্কটঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। চিন্তা করবেন না।

সিংহঃ আজ আপনি ও আপনার সপরিবার বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে। ভালো করে ও সাবধানে বাইরে ঘুরবেন। বাইরে পরিবারের সাথে ভ্রমণে বেশ আনন্দে দিনটি কাটবে ।

কন্যাঃ আজ বুঝে শুনে কাজ কর্ম করুন। কোনো জিনিস অপচয় হওয়ার সম্ভাবনা আছে৷ মাপ করে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  বৃহন্নলাদের হাত থেকে ভাইফোঁটা নিলেন, বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য

তুলাঃ আপনার জন্য দিনটি বেশ সুখকর । অন্যের উপকার করলে মন শান্তি পাবে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। মন দিয়ে নিজের কাজ করুন।

বৃশ্চিকঃ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি ভালো যাবে ।

ধনুঃ কাছের কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন। দেখে শুনে বন্ধু করুন। সহজে সকলকে বিশ্বাস করবেন না। খুব একটা ভালো যাবেনা দিনটি ।

আরও পড়ুন -  Short Film: স্বামীর ভালোবাসা না পেয়ে প্রতিবেশী যুবকের সাথে ঘনিষ্ঠ হলেন গৃহবধূ, দরজা আগে বন্ধ করুন তারপর দেখবেন

মকরঃ আজ আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। মন দিয়ে কাজ করুন। সাফল্য আসবে ।

কুম্ভঃ পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মীনঃ আজ আপনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন। স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।