খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ আজ ২৪ শে জুলাই (৭ই শ্রাবণ) শনিবার রাশিফল।
মেষঃ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। সমাজসেবায় বেশ খরচ হতে পারে।
বৃষঃ পুরোনো কোনো আঘাত থেকে প্রাপ্ত ব্যথায় কষ্ট পেতে পারেন। নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। ভারী কাজ করবেন না। ঠিক মতো ওষুধ খাবেন।
মিথুনঃ আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেটিতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের খেলাটা খেলুন। জিততে পারেন। খুব ভালো দিন।
কর্কটঃ কাজের জায়গায় কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিনা কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। দিনটি খুব একটা সুখকর নয়।
সিংহঃ রাস্তায় আপনার সাথে কোনো পথ দুর্ঘটনা হতে পারে। দেখে শুনে রাস্তা ঘাট দিয়ে যাতায়াত করুন। চোখ কান খোলা রাখুন। দিনটি খুব একটা ভালো নয়।
কন্যাঃ আপনার অফিসে কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। কাজে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।
তুলাঃ আপনি চাকরি ও ব্যাবসা উভয়ক্ষেত্রেই লাভের সম্মুখীন হবেন। নতুন ব্যাবসা শুরু করার জন্য দিনটি শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।
বৃশ্চিকঃ আপনার দিনটি বেশ শুভ। আজ আপনার কাজে আপনার পরিবার পূর্ণ সহযোগিতা করবেন। পরিবারকে যথাযথ সময় দিন। বাড়ির কথা শুনুন ।
ধনুঃ অশ্ব রোগে ভোগার সম্ভাবনা আছে। তেল মশলা যুক্ত খাবার খাবেননা। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের পরামর্শ নিন।
মকরঃ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।
কুম্ভঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। আপনার উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। দিনটি বেশ সুখকর নয়।
মীনঃ স্ত্রী শারিরীক ভাবে অসুস্থ হতে পারন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। স্ত্রীর চিকিৎসায় বিপুল অর্থ খরচ হতে পারে। স্ত্রীর প্রতি যত্নশীল হন।