১৪ই জুলাই এর রাশিফল কি বলছে ? পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ১৪ই জুলাই (২৯শে আষাঢ়) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে দিনটি।

মেষঃ কোনো কারণে পিঠের ব্যথায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃষঃ দিনটি খুবই শুভ। জমি বাড়ি অথবা ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে। পৈত্রিক সূত্রে সম্পত্তি লাভের আশা সফল হতে পারে।

মিথুনঃ রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। বাইক বা সাইকেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটাচলা করুন। সাবধানে চলবেন ।

আরও পড়ুন -  দুর্দান্ত লাভজনক LIC-র এই স্কিম

কর্কটঃ দিনটি বেশ শুভ। কাছের কোনো বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। পরের উপকারের জন্য নাম ডাক হতে পারে।

সিংহঃ আজ দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে।

কন্যাঃ আজ আপনি কোনো নিয়ম ভাঙার জন্য টাকা ফাইন হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে চলা ফেরা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।

আরও পড়ুন -  Husband and Wife: স্বামী ও স্ত্রী কেমন সম্পর্ক থাকা দরকার? পরিবারের জন্য

তুলাঃ আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সাথে সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ আপনি কোনো ভালো কাজের জন্য মানসিক তৃপ্তি পেতে পারেন। কাজের জন্য বেশ নাম ও হতে পারে। বেশ আনন্দে ও হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

ধনুঃ কাছের কোনো প্রিয় মানুষের সাথে মনোমালিন্য বা ছোট কিছু নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন ।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৪ শে অক্টোবর, রাশিফল দেখুন

মকরঃ কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

কুম্ভঃ যানবাহনে বিপদের সম্ভাবনা আছে। রাস্তায় চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবে না।

মীনঃ আজ সাহিত্যিকদের জন্য দিনটি বেশ শুভ। ভালো উপন্যাস লেখার জন্য বেশ নাম ডাক হতে পারে। ভালো লেখার জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে লেখালিখি করুন।