খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ আগামী ২২ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর তিনটেয় ফল প্রকাশ করা হবে বলে জানানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। পরের দিন ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে মিলবে মার্কশিট।
মঙ্গলবার সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, ২২ জুলাই বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফলাফল জেনে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে ফল, দেখে নিন। উল্লেখ্য, গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন, জুলাই মাসেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। অবশেষে মঙ্গলবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কৌতূহল দূর করে ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষিত হল। ফল প্রকাশের কয়েকটি ওয়েবসাইট হল।
http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha। www.results.shiksha মোবাইল অ্যাপ ডাউনলোড করেও দেখে নেওয়া যাবে পরীক্ষার ফল।
ছবি প্রতীকী।