মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্ত সংকট কাটাতে, মেগা রক্তদান শিবির

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্ত সংকট কাটাতে এবং জেলাবাসীর স্বার্থে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স।
রবিবার সকাল দশটা নাগাদ ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি দেবব্রত বসু।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কমলেশ বিহানি,অসিত সাহা,সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জল সরকার, উত্তম সাহা, উজ্জল ভদ্র, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যাবসায়ী নেতারা।

আরও পড়ুন -  মানবিকতার নজির সৃষ্টি করল জঙ্গলমহলের সারেঙ্গা থানার চিলতোড় গ্রাম এর সিভিক ভলেন্টিয়ার পিন্টু কুম্ভকার

রবিবার মালদা শহরে রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এর পাশাপাশি মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে নবরূপে সজ্জিত একটি সভা কক্ষ ব্যবসায়ীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। ব্যবসায়ীদের সুবিধার্থে চালু করা হয় লিফট।
করোনা পরিস্থিতির জন্য আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু করা হয় সেগুলি।

আরও পড়ুন -  হ্যাশট্যাগ দুর্গাপুজা ২০২০র জন্য একগুচ্ছ বিশেষ ফিচার ও কর্মসূচি চালু করল  ফেসবুক  ও ইনস্টাগ্রাম

এই বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক কুন্ডু জানান, জেলাবাসীর সুবিধার্থে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বেচ্ছায় রক্ত দান করেন এই শিবিরে। এর পাশাপাশি নবরূপে সুসজ্জিত একটি সভা কক্ষ এবং লিফট ব্যবসায়ীদের ব্যবহারের জন্য চালু করা হয়।

আরও পড়ুন -  World Cup Squad: ভারত বিশ্বকাপের দল ঘোষণা করল

তিনি বলেন, জেলাবাসীর সুবিধার্থে যত বেশি সম্ভব স্বেচ্ছায় রক্ত দান করবেন ব্যবসায়ীরা। বিভিন্ন শাখা সংগঠন এর ব্যবসায়ীরাও এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।