Daily Horoscope, দিনটি কেমন যাবে আজ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ৩১শে মে (১৬ই জ্যৈষ্ঠ) সোমবার, রাশি কি বলছে জেনে নিন।

মেষঃ অতিরিক্ত রাগে আপনার ক্ষতি হতে পারে। কারোর প্রতি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন।

বৃষঃ আমন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। অনেক ভালো খবর পাবেন।

মিথুনঃ সঙ্গীত জগৎ থেকে ভালো সংবাদ পেতে পারেন। সঙ্গীত চর্চা করুন। নিয়ম করে গানের রেওয়াজ করুন।

কর্কটঃ কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম করতে হবে, তা হলে উপকার হবে। মন দিয়ে কাজ করুন। নিজের প্রতি যত্ন নিন।

আরও পড়ুন -  বেঙ্গালুরুতে ৬ দিনে আক্রান্ত ৩০১ শিশু, তৃতীয় ঢেউ সামনেই ? কি বলছেন চিকিৎসকরা

সিংহঃ দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে।

কন্যাঃ আপনার সঞ্চিত অর্থ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেন না।

আরও পড়ুন -  Three Black Laws: তিনটি কালো আইন বাতিল করতে হবে, সংযুক্ত কিষান মোর্চা ও প্রগ্রেসিভ ফার্মার ফ্রন্ট

তুলাঃ সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃশ্চিকঃ আপনার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হতে পারে। যত্নশীল হন। বেশি মিষ্টি, আলু এবং ভাত জাতীয় খাবার থেকে দূরে থাকুন।

ধনুঃ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

আরও পড়ুন -  Saudi Arabia: সৌদির নারী নভোচারী মহাকাশ ভ্রমণে, প্রথমবারের মতো

মকরঃ দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেন না।

কুম্ভঃ সন্তানের প্রতি ভালোবাসা বাড়তে পারে। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি খুব ভালো।

মীনঃ আজকে একটু সাবধানে থাকবেন। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো নয়।