আবার নতুন পোস্ট রিয়ার, সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে, কেন করলেন ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   হঠাৎ অভিনেতার মৃত্যুর খবর বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হয়। এই খবর সারা দেশের মানুষের কাছে এক বিশাল বড় ঝটকা ছিল। তেমনি এই মৃত্যুর খবর আরো একজনকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। তিনি আর কেউ নন অভিনেতার প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের আকস্মিক রহস‍্যজনক মৃত‍্যু ও সেই মৃত‍্যু মামলায় মূল দোষীর তকমা পান তাঁর প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী।

প্রথমত প্রেমিকের মৃত্যু তারপর এই দোষীর তকমা পাওয়া সব কিছু মিলিয়ে কয়েক মাসের মধ‍্যে যেন রিয়ার জীবন পুরোপুরি পালটে দেয়। মাদক মামলায় নাম আসায় দীর্ঘ কদিন কারাগারের পিছনে থাকতে হয়েছিল রিয়া চক্রবর্তীকে। দীর্ঘদিন কোনো খোঁজখবর পাওয়া যায়নি অভিনেত্রীর।তীব্র অপমানের পর লোকসমাজের চক্ষু থেকে নিজেকে এক রকম আড়ালই করে রেখেছিলেন তিনি। তবে ধীরে ধীরে পুরনো ভয় কাটিয়ে নতুন বছরে নতুন আলোর আশায় নতুন করে নিজের জীবন শুরু করেন রিয়া। চেনা ছন্দে ফিরছেন অভিনেত্রী। তবে এখনো রিয়াকে পুলিশ স্টেশনে নানান জিজ্ঞাসাবাদে যেতে হয়।

আরও পড়ুন -  Elon Musk: নতুন ফিচার আনছেন মাস্ক, টুইটারেও করা যাবে আর্থিক লেনদেন

রিয়া একপ্রকার সোশ্যাল মিডিয়া থেকে বিরত ছিলেন। মার্চ মাসে, আন্তর্জাতিক নারী দিবসে মায়ের হাত রেখে সোশ্যাল মিডিয়াতে কামব্যাক করেছেন অভিনেত্রী। সম্প্রতি মাকে কেক খাইয়ে দেওয়ার রিয়া ছবি শেয়ার করছিলেন। এরকমই একটি ছোটবেলার ছবি মাতৃদিবসের দিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি ক্যাপশনে লেখেন, সমস্ত খুশি তোমার নিজের মধ্যেই আছে। বাইরে খুশি আনন্দ খুঁজতে যেও না। তোমার হৃদয়ের মধ্যেই আছে ভালবাসা’।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী হঠাৎ করে টিকাকরণ কেন্দ্রে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

কিছুদিন পরে সুশান্তের মৃত্যুর একবছর হবে। আগামী জুন মাসেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী। তার আগেই সুশান্তের প্রাক্তন প্রেমিকা ইনস্টাগ্রামের দেওয়ালে একটি আবেগঘন বার্তা লিখলেন, ‘মহা দুর্ভোগের থেকে, আসে মহান শক্তি! আপনাকে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখতে হবে … যেখানেই থাকুন, রিয়ার তরফ থেকে ভালবাসা’। এরপর রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী অনুষা দান্ডেকর এই ছবিতে কমেন্টে লেখেন ‘আমার মেয়ে’। অনেকের প্রশ্ন এটা কি সুশান্তকে ঘিরেই করা।