জল নয়, মদের আরেক নাম জীবন ! শুনতে খটকা লাগলেও মানুষ তার উদাহরণ !

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   জল নয়, মদের আরেক নাম জীবন ! শুনতে খটকা লাগলেও মানুষ তার উদাহরণ !

লাইনে দাঁড়িয়ে টিউবয়েল থেকে জল নিতে দেখেছি, রেশন দোকানের লাইন দেখেছি, এবার মালদায় দেখুন মদের দোকানে লাইনে দাঁড়িয়ে মদ কিনছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন -  আজ রাতে দুই মাদ্রিদ, রিয়াল ও অ্যাটলেটিকো

কারণ রবিবার থেকে লকডাউনে বন্ধ থাকবে পুরোপুরি মদের দোকান। তাই মালদার রবীন্দ্র ভবন ও রথবাড়ি সহ একাধিক জায়গায় লাইনে দাঁড়িয়ে মদ কিনছেন সাধারণ মানুষ। এই দৃশ্য গতকালের।

আরও পড়ুন -  আফগানিস্তান ইস্যু নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডাকলেন মোদী, উপস্থিত থাকবেন মমতা ?