হাওড়ার শিবপুর, উওর হাওড়া এবং বালি সহ বহু এলাকায় কয়েক ঘন্টার বৃষ্টিতে জলে তলায়

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ   হাওড়ার শিবপুর, উওর হাওড়া এবং বালি সহ বহু এলাকায় কয়েক ঘন্টার বৃষ্টিতে জলে তলায়। গতকাল দুপুরে ঘন্টাখানেক বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার শিবপুর, উওর হাওড়া ও বালির বহু এলাকায়।

আরও পড়ুন -  Teenager: হাওড়ার নাজিরগঞ্জে, গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু কিশোরের

এর মধ্যে পড়ে শিবপুর, উওর হাওড়ার সীতানাথ বোস লেন, জি.টি রোড,কালীতলা,সালকিয়া চৌরাস্তা সংলগ্ন অঞ্চলে, পিলখানা, বালির লিলুয়ায় রেল কলোনি, বড়োগেট চত্বর, বালীর বেলুড় স্টেশন রোড (ধর্ম্মতলা রোড) সহ বিভিন্ন এলাকা। হাওড়ার বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হাটু অবদি জল দাড়িয়ে যায়। বহু বাড়ি ও দোকানের ভিতর জল ধুকে যায় ফলে বহু মানুষকে জল যন্ত্রণা পোহাতে হয়।

আরও পড়ুন -  হাওড়া'র ৪৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির, আয়োজনে, দেবাঞ্জন চৌধুরী