কুমারডিহা উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে সমাজিক বিধি না মেনে উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামাল দিতে পুলিশ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   কুমারডিহা উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে সমাজিক বিধি না মেনে উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামাল দিতে পুলিশ।

দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত সীতারামপূরের কুমারডিহা উপস্বাস্থ্য কেন্দ্রের।

আরও পড়ুন -  ভারত সরকার, Facebook সহ সোশ্যাল মিডিয়া সংস্থাকে সতর্ক করল

বৃহস্পতিবার সকালের সেখানে আজ সকাল থেকে কয়েকশত লোক করোনা ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ নিতে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু যখন উপস্বাস্থ্য কেন্দ্রটি খুলে, সেই মুহূর্তে সবাই হুড়োহুড়ি করে একে অপরকে ঘেঁসে সবার থেকে আগে নাম্বর পা্ওয়ার জন্য হুড়োহুড়ি করতে লাগে।

আরও পড়ুন -  KKR: শিরোপা জেতা হলো না সাকিবের কলকাতার

কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এমন হয়ে যায় যে একে অপরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং নিজেদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরে ঘটনার খবর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের কোন আধিকারিক কিছু বলতে চাইলেন না।

আরও পড়ুন -  Sreemoyee Chattoraj: পুরুষ ভক্তদের ঘাম ফেলালেন ভোঁদার মা, বিকিনি পরে