ভোর থেকে বিভিন্ন বুথের সামনে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন, মালদা জেলার ৬টি আসনে নির্বাচন

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ৬টি আসনে শুরু হলো নির্বাচন প্রক্রিয়া।

সোমবার ভোর থেকে বিভিন্ন বুথের সামনে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন লক্ষ্য করা যায় ভোটারদের।

আরও পড়ুন -  মৃত্যু হল এক শিশুর, চকলেট ভেবে অধিক পরিমাণে ট্যাবলেট খেয়ে ফেলে

মালদা জেলার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, গাজোল এবং হবিবপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া।

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।প্রতিটি বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন -  Experts Fear: পুজোর দিনগুলিতে মাক্স না পড়া এবং দূরত্ব বিধি না মানায়, সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা

করোনা পরিস্থিতিতে ভোটকেন্দ্রের বাইরে সাদা রং দিয়ে গন্ডি কাটা হয় ভোটারদের দারানোর জন্য। সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেন ভোটাররা।কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সকাল থেকে শুরু হয় ভোটদান প্রক্রিয়া।

আরও পড়ুন -  উল্লুর নতুন ওয়েব সিরিজ শারীরিক চাহিদার গল্প, ‘বিদায়’, দরজা বন্ধ করে দেখবেন

করোনা পরিস্থিতিতে ভোট কর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং ভোটারদের মুখে ছিল মাস্ক।