তৃণমূল প্রার্থী মলয় ঘটকের নির্বাচনী প্রচারে বলি তারকা আমিশা প্যাটেল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   মলয় ঘটকের নির্বাচনী প্রচারে এসে কহনা প্যায়ার হে গানটি গাইলেন আমিশা প্যাটেল। ۔আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল প্রার্থী মলয় ঘটকের নির্বাচনী প্রচারে বলি তারকা আমিশা প্যাটেল।

আরও পড়ুন -  Kolkata Municipality: বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই নির্বাচনী প্রচার শুরু

এদিন ধাদকা অঞ্চলে নির্বাচনী প্রচার করেন আমিশা। প্রথমে একটি ছোট নির্বাচনসভা করে তার পরে হুট্ খোলা গাড়িতে চড়ে ধাদকা রোড পরিক্রমা করেন প্রার্থী মলয় ঘটক কে নিয়ে। এদিনের ছোট জনসভা ও প্রচারে মলয় ঘটক কে ভোট দেওয়ার আবেদন জানান।

আরও পড়ুন -  নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক