কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে শতাব্দী রায় প্রচারে এলেন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   বারাবনি বিধানসভার গিরমিট মোড় থেকে কাঁটাপাহাড়ি মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে এক

বিশাল মোটর সাইকেল মিছিলের আয়োজন করা হয়। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে মুখ্যরূপে উপস্থিত হন সাংসদ তথা নায়িকা শতাব্দী রায়। এদিন ফুলের মালা পরিয়ে শতাব্দী রায়কে বারাবনির মাটিতে স্বাগতম জানান প্রার্থী বিধান উপাধ্যায়।
প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে
বারাবনিতে প্রথম মিছিল সকালে গিরমিট মোড় থেকে কাঁটাপাহাড়ি পর্যন্ত এবং দ্বিতীয় মিছিল বিকাল পানুড়িয়া মোড় থেকে পাঁচগাছিয়া মোড় পর্যন্ত দুটি মোটর সাইকেল মিছিলের আয়োজন করা হয়।যে মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সহ সাধারণ মানুষের উচ্ছাস ছিলো চোখে পড়ার মত।

আরও পড়ুন -  ফুলবাড়িয়া গ্রামে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়

এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় বলেন, যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে সমস্ত সাধারণ মানুষের সচেতন থাকা অত্যন্ত জরুরি। আজকে কর্মীদের বারণ করা সত্ত্বেও এত মানুষের ভিড় হয়েছে। সামনে ভোট তাই প্রচার করতে হবে করে যাচ্ছি। আমি বুঝি মানুষের কষ্ট কেনো আমি নিজে করোনায় আক্রান্ত হয়েছিলাম। তাই করোনার বিধি মেনে সবাইকে মুখে মাক্স, দূরত্ব বজায় রেখে এই মিছিলে অংশ নেবার অনুরোধ করছি।

আরও পড়ুন -  Word Bet: উদ্ধার হয়েছে ১৪৭ কার্টুন শব্দ বাজি

এই প্রসঙ্গে সাংসদ তথা নায়িকা শতাব্দি রায় বলেন, বারাবনিতে তৃতীয়বার বিধায়ক বানানোর লক্ষ নিয়ে আজ আমি এসেছি, মানুষের মুখের মধ্যে উৎসাহ বলছে বারাবনিতে তৃণমূলের জয় নিশ্চিত। মানুষের রায় ২ তারিখে প্রকাশ আসবে আর রাজ্যে দিদির সরকার গঠন নিশ্চিত।

আরও পড়ুন -  Musa Yamak: হৃদরোগে আক্রান্ত হয়ে জার্মান বক্সারের মৃত্যু, খেলা'র সময়

তাছাড়া আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন, বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ এবং জেলা পরিষদ কর্মদক্ষ পূজা মাড্ডি সহ আরো অনেকে।