সিনেমা প্রেমীদের জন্য মুক্তি পেল “পাগলী তোর জন্য”

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   ছবির সারাংশঃ কলকাতার বিখ্যাত এক প্রমোটারের একমাত্র আদরের মেয়ে রিয়া বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়।

পাহাড়ে এক গভীর খাদে সে আটকে যায়। অচৈতন্য অবস্থায় স্থানীয় এক খবরের কাগজ বিক্রেতা কানাই অচৈতন্য রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার জানায় রিয়ার জ্ঞান ফিরলেও সে তার সব পুরানো স্মৃতি ভুলে গেছে। রিয়াকে নিয়ে কানাই পড়ে মহাবিপদে। সে ভেবে পায় না রিয়াকে নিয়ে কি করবে? রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল তাই নিয়ে বাংলা ছবি “পাগলী তোর জন্য”।

আরও পড়ুন -  ‘প্রজাপতি’র পর আবার নতুন ছবিতে জুটি বাঁধছেন মিঠুন ও দেব

শুক্রবার শিয়ালদহ ছবিঘর সিনেমা হলে এই ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। এদিন উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা। সানরাইজ মুভিজের প্রথম নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তি পেল এক মিষ্টি প্রেমের ছবি “পাগলী তোর জন্য”।

আরও পড়ুন -  Sayantika Banerjee: ‘ফরএভার ক্রাশ’ কে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন সায়ন্তিকা

ছবির চিত্রগ্রহণঃ পার্থ রক্ষিত। সংগীত পরিচালনাঃ অশোক দাস। ছবিতে গানগুলো গেয়েছেনঃ শান, আকৃতি কক্কড়, রাঘব চ্যাটার্জী, সপ্তক এবং স্বাগতা। ছবিতে অভিনয় করেছেনঃ অরুন ব্যানার্জী, রমেন রায় চৌধুরী, গৌরীনাথ ব্যানার্জী, জয় গাঙ্গুলি, রাজু, রিন্টু, অনামিকা সাহা, স্বান্তনা বসু, নবাগতা হিমিকা এবং নবাগত সুরাজ।

আরও পড়ুন -  Short Film: গোপন খেলায় মাতলেন যুবক বন্ধুর স্ত্রীর সাথে, ঘনিষ্ঠ দৃশ্যের শর্ট ফিল্মটি একা একা দেখবেন