29 C
Kolkata
Wednesday, May 22, 2024

বৈশাখী চড়ক দেখতে বৃহস্পতিবার রাতে হাজারো মানুষের ঢল

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   বৈশাখী চড়ক দেখতে বৃহস্পতিবার রাতে হাজারো মানুষের ঢল মালদা শহরের সুকান্তপল্লী এলাকায়।
ভক্তরা জানিয়েছেন, সারা চৈত্র মাস ধরে গাজন শিল্পীরা নিরামিষ ভোজন করে শিবের উপাসনা করেন। শিব, কালী, দুর্গা ও ভুত-প্রেত সেজে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নৃত্য প্রদর্শন করে চড়ক পূজার জন্য অর্থ সংগ্রহ করেন গাজন শিল্পীরা।
তবে চৈত্রসংক্রান্তি নয় পহেলা বৈশাখ চড়ক পূজার আয়োজন করা হয় সুকান্তপল্লী এলাকায়। স্থানীয় জলাশয় থেকে চড়ক কাঠ তুলে নিয়ে সেটিকে মাঠে পুঁতে পূজার্চনা করেন তারা।
বৃহস্পতিবার রাতে চড়ক পূজা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ।
উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পৌরসভার কো-অর্ডিনেটর দুলাল সরকার সহ অন্যান্য অতিথিরা।
এদিন রাতে পিঠে বড়শি গেঁথে চড়ক ঘুরানো হয়।
নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয় চড়ক উৎসব। এই উপলক্ষে জমজমাট মেলাও বসে সেখানে।

আরও পড়ুন -  Kalsa Jatra: নবরাত্রি এবং রামনবমী উপলক্ষে কলস যাত্রা

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img