সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় নির্মম নির্যাতন !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    রক্তের দাগ বিছানাতে নেই, আর সেই অপরাধেই একই পরিবারে বিয়ে হওয়া দুই বোনের উপর শুরু হল শ্বশুরবাড়ির নির্যাতন। স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ করায় কলঙ্কিত মেয়ের সাথে ডিভোর্সের নিদান দিয়ে পাত্রপক্ষের দিকেই রায় দিলেন পঞ্চায়েত প্রধান।

আরও পড়ুন -  সিমেন্ট বোঝাই লরি হাইজ্যাক হওয়ার ঘটনায় তিন দিনের মধ্যে কিনারা করলো পুলিশ

এই ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের কোলাপুর অঞ্চলের রঞ্জরভাট সমাজের একটি গ্রামে৷ অভিযোগ পেশায় ব্যবসায়ী ও সেনাবাহিনীতে কর্মরত দুই ভাইয়ের সাথে ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ে। রঞ্জরভাট সমাজে বিবাহের পর মেয়েদের সতীত্বের পরীক্ষা দেবার রীতি প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় নির্যাতন করা হয় তাদের উপর।

আরও পড়ুন -  মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, ছত্তিশগড়, কর্ণাটক এবং তামিলনাডুতে দৈনিক আক্রান্তের ঘটনায় বৃদ্ধি; দৈনিক আক্রান্তের প্রায় ৮১ শতাংশই এই রাজ্যগুলিতে

নির্যাতিত মায়ের অভিযোগের ভিত্তিতে পাত্রপক্ষের প্রত্যেক সদস্য সহ পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রসঙ্গত বছর দুয়েক আগে কোলাপুরে মেয়েদের সতীত্বের পরীক্ষার মত বর্বর পরীক্ষা বন্ধের জন্য সরকারি নির্দেশ জারি হলেও তার পরোয়া কেউ করেনা। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  ১৩ বছরের বালক, শিক্ষিকার যৌনতার শিকার