৯ কোটি ৪৩ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   দেশে আজ পর্যন্ত ৯ কোটি ৪৩ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত ১৪ লক্ষ ২৮ হাজার ৫০০টি টিকাকরণের মাধ্যমে ৯ কোটি ৪৩ লক্ষ ৩৪ হাজার ২৬২ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৯ লক্ষ ৭৪ হাজার ৫১১ জন স্বাস্থ্য কর্মীকে প্রথম ডোজ, ৫৪ লক্ষ ৪৯ হাজার ১৫১ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ৯৮ লক্ষ ১০ হাজার ১৬৪ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৪৫ লক্ষ ৪৩ হাজার ৯৫৪ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি ৩ কোটি ৭৫ লক্ষ ৬৮ হাজার ৩৩ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ১৩ লক্ষ ৬১ হাজার ৩৬৭ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪৫ থেকে ৬০ বছর বয়সী ২ কোটি ৬১ লক্ষ ৩ হাজার ৮১৪ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ৫ লক্ষ ২৩ হাজার ২৬৮ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Nobel Prize: অ্যানি এরনাক্স সাহিত্যে নোবেল পেলেন

এপর্যন্ত দেশে ৮টি রাজ্যে টিকা প্রদানের হার ৬০ শতাংশ।

গত ঘণ্টায় ৩৬ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে।

টিকাকরণ অভিযানের ৮৩ তম দিনে ৩৬ লক্ষ ৯১ হাজার ৫১১ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৪১৬টি টিকাকরণ পর্বের মাধ্যমে ৩২ লক্ষ ৮৫ হাজার ৪ জন সুবিধভোগীকে প্রথম ডোজ এবং ৪ লক্ষ ৬ হাজার ৫০৭ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে দৈনিক টিকাকরণ অভিযান চলছে। এর মধ্যে ভারত দৈনিক গড়ে ৩৭ লক্ষ ৯৪ হাজার ৩২৮ জনকে টিকা প্রদান করে করে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে।

আরও পড়ুন -  Trina Saha: তৃণা খুঁজে পেলেন মনের মানুষ, রূপসাগরে

ভারতে নতুন করে সংক্রমণের হার ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট এবং রাজস্থান – এই ১০টি রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৮৩.২৯ শতাংশ হয়েছে।

মহারাষ্ট্রে একদিনে ৫৬ হাজার ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ছত্তিশগড়ে একদিনে ১০ হাজার ৬৫২ এবং উত্তর প্রদেশে ৮ হাজার ৪৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

১২টি রাজ্যে দৈনিক সংক্রমণ হারের রেখাচিত্র ক্রমশই ঊর্ধ্বমুখী।

ভারতে এপর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৭৯ হাজার ৬০৮ জন হয়েছে। সক্রিয় রোগীর হার ৭.৫০ শতাংশ।

আরও পড়ুন -  Web Series: দুষ্টু যুবকটি গ্রামের ভাবির পিছনে পড়লো, যদি ১৮+ হন তবেই দেখা যাবে ওয়েব সিরিজটি

মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, উত্তর প্রদেশ, কেরালা – এই ৫টি রাজ্যে সংক্রমণের হার ৭৩.২৪ শতাংশ।

ভারতে করোনা থেকে আজ পর্যন্ত আরোগ্যলাভ করেছেন ১ কোটি ১৯ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। দেশে সুস্থতার হার ৯১.২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৮৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে একদিনে ৩৭৬ এবং ছত্তিশগড়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

রাজস্থান, ওড়িশা, পুদুচেরি, লাদাখ, দমন ও দিউ, দাদরা নগরহাভেলি, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, মিজোরাম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অরুণাচল প্রদেশ – এই ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সূত্র – পিআইবি।