টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল পুরনিগমের ৯৪ নং ওয়ার্ড তথা ধেনুয়া গ্রামে একই পরিবারের দুই সদস্যের রক্তাত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, ধেনুয়া গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি অনিল বাউড়ি তার স্ত্রী সুন্দরা বাউড়ি ও এক সন্তান নিয়ে বসবাস করত। বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে সুন্দরা ও অনিলের রক্তাত দেহ পড়ে থাকতে দেখে হীরাপুর থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহ উদ্ধার করতে গিয়ে দেখে অনিলের দেহে প্রাণ আছে। এরপরেই চিকিৎসার জন্যে অনিলকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি সুন্দরা বাউড়ির দেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা ছেনি ও হাতুড়ি উদ্ধার করে। অন্যদিকে জেলা হাসপাতালে অনিলের অবস্থা আশঙ্কা জনক হয়ে ওঠায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।