সোমবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ প্রচারে এসে দৌড় লাগালেন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   সোমবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডে প্রচারে এসে দৌড় লাগালেন। এদিন সকালে ৭৭ নং ওয়ার্ড তথা নরসিংহবাঁধ অঞ্চলে উপস্থিত হয়ে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাক বাদ্য বাজিয়ে প্রচার চালাচ্ছেন তৃনমূলের প্রার্থী সায়নী ঘোষ।

আরও পড়ুন -  প্রচারে বেরিয়ে কোলিয়ারির খাদানে নামলেন সায়নী ঘোষ

তবে কর্মী সমর্থকদের সাথে ঘেরা বন্দি থাকায় সায়নী এদিন সকালে কিছুতেই যেন স্থানীয় ভোটারদের কাছে পৌঁছাতে পারছিলেন না। পাশাপাশি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভোটারদের সাথে করমর্দন বা আলাপচারিতাও সারতে পারছিলেন না। তাছাড়া দলের কর্মী সমর্থকেরাও যেন বারবার প্রার্থীর ঘাড়ে এসে পড়ছিলেন। তাই একপ্রকার বাধ্য হয়েই কর্মী সমর্থকদের ভীড় থেকে নিজেকে দূরে সরাতে হঠাৎই তিনি দৌড় লাগিয়ে ফেলেন ৫০ মিটার। এরপর কর্মী সমর্থকদের সাথে কিছুটা দূরত্ব তৈরি হলে তিনি নির্দেশ দেন, দূরত্ব বজায় রাখতে।

আরও পড়ুন -  প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

এরপরেই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্থানীয় ভোটারদের সাথে হাসিমুখে করমর্দন করেন। তবে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে বেরিয়ে স্থানীয় কর্মী সমর্থকদের থেকে দূরত্ব বজায় রেখে প্রচার, স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কী প্রার্থী তার কর্মী সমর্থকদের থেকে অত্যাচারিত হচ্ছেন? অথবা তাদেরকেই বিশ্বাস করতে পারছেন না?

আরও পড়ুন -  Gold Price Today: একধাক্কায় নেমে গেল সোনার দাম! কলকাতার বাজারদর কত