30 C
Kolkata
Wednesday, May 15, 2024

বিজেপি–র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    চার জন সাংসদকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নিশীথ মজুমদার, স্বপন দাশগুপ্ত। বিজেপি–র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন তৃণমূল ছেড়া আসা নেতারাও। রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও বিজেপি–র প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। ডোমজুড় কেন্দ্র থেকেই আগে লড়েছেন রাজীব। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই প্রার্থী করা হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি–র হয়ে। তৃণমূল থেকে আসা দীপক হালদার ডায়মন্ড হারবারে প্রার্থী।

আরও পড়ুন -  শুরু জঙ্গিদের সন্ত্রাস, গুলি মেরে খুন করা হলো সস্ত্রীক বিজেপি নেতাকে

বাবুল প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামামিক প্রার্থী হচ্ছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্ত তারকেশ্বরে প্রার্থী। ‌ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কেন্দ্রগুলোতে জয় সহজ নয়, বুঝে গেছে বিজেপি। তাই সাংসদদের প্রার্থী করা হয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ মানেনি, যে যোগ্য প্রার্থী তারা পায়নি। এক নেতার কথায়, তৃণমূল নির্মূল করতে সমস্ত রকম পদক্ষেপ করছে বিজেপি। শনিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দুরা। তার আগে একই কথা বলেন দিলীপও। বলেন, তৃণমূলকে বধ করতে প্রস্তুতি নিয়েছে দল।

আরও পড়ুন -  TMC র মহা মিছিল

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img