পথে শ্লীলতাহানীর শিকার এক গৃহবধূ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
ন বছরের ছেলেকে টিউশনি পরিয়ে ফেরার পথে শ্লীলতাহানীর শিকার এক গৃহবধূ। শিশুটি তার মাকে বাঁচাতে গেলে তাকে আছাড় দিয়ে মারধর। অভিযোগ এলাকার দুই যুবকের বিরুদ্ধে। মালদার ইংলিশ বাজারের মারহাট্টা গ্রাম পঞ্চায়েতের কাচারী পাড়া এলাকার ঘটনা। মালদা মহিলা থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত শিবু কর্মকার ও সাগর কর্মকার গা ঢাকা দিয়েছে।

আরও পড়ুন -  Husband: স্বামী পরকীয়ায় নেশায় মত্ত, প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক মারধর!

জানা গিয়েছে ওই এলাকারই এক গৃহবধু তার ন বছরের ছেলেকে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরছিলেন। রাত্রিবেলা পথ আটকায় এই দুই অভিযুক্ত ও শ্লীলতাহানীর চেষ্টা করে। সেই সময় ঐ শিশুটি তার মাকে বাঁচাতে গেলে তাকে মারধর করা হয়। ওই গৃহবধূ চিৎকার চেচামেচি করলে দুই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। গভীর রাতে মালদা মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ।

আরও পড়ুন -  সীমান্ত সড়ক সংস্থা উত্তরাখান্ডে ২০টি গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য ৩ সপ্তাহের মধ্যে ১৮০ ফুট বেইলি ব্রিজ তৈরি করেছে