৩৫০ বছরের পুরানো মা মহামায়া

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
জঙ্গলমহলের রায়পুরএর চাঁন্দুডাঙ্গায় রয়েছেন ৩৫০ বছরের পুরানো মা মহামায়া। এই মন্দিরের সংলগ্ন জায়গায় আজ শিবরাত্রির দিন প্রতিষ্ঠিত হলেন শিব শম্ভু। শিব লিঙ্গ ও মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কংসাবতী নদী থেকে রায়পুর এলাকার প্রায় এক হাজার মহিলা ঘটে করে জল নিয়ে আসেন চান্দুডাঙ্গার নব নির্মিত শিবমন্দিরে। শিবলিঙ্গে জল ঢালা হয়।

আরও পড়ুন -  বাঁকুড়া জেলায় পুলিশের সহায়তায় ফুটবল প্রশিক্ষণ শিবির

এই উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন করেছিল মহামায়া মন্দির নির্মাণ কমিটি। ভক্তরা বলেন মহামায়া মন্দির রয়েছে তার পাশেই থাকছেন মহামায়া ধারী শিব। শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। সকলেই দুপুরের মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করছেন। উল্লেখ্য রায়পুরের চাঁদু ডাঙ্গায় যে মহামায়া মন্দির ছিল তা ভেঙ্গে নতুন করে মন্দির নির্মাণ হচ্ছে, যা আগামী দিনে বাঁকুড়া জেলার সর্বশ্রেষ্ঠ মন্দির হবে বলে এলাকাবাসীর দাবি করছেন।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এই প্রথম জঙ্গলমহলের কোন মহিলা মন্ত্রীর দায়িত্ব পেলেন, তিনি হলেন, জ্যোৎস্না মান্ডি