নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটা চার চাক্কা বলেরো গাড়ি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির সবনপুর এলাকায় ২নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটা চার চাক্কা বলেরো গাড়ি। অল্পের জন্য۔۔ প্রাণে রক্ষা পায় বলেরো তে থাকা ৪ জন যাত্রী।

আরও পড়ুন -  December 31: যাদের জন্ম-মৃত্যু, এই দিনে

বিহার থেকে আসানসোলের কুলটি যাচ্ছিলো বলে জানা যায়। ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এসে গাড়িতে আটকে থাকা লোকেদের উদ্ধার করে ও বলেরো গাড়ি টি রাস্তা থেকে সাইড করে। সেই রকম কারো চোট না লাগেলে অল্পের জন্য রক্ষা পায় গাড়িতে থাকা ৪ জন।

আরও পড়ুন -  Milk Pudding: রসালো দুধপুলি শীতে