শ্মশানে মাটি কুঁড়ে কবর থেকে বছর ৮ এর এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ শ্মশানে মাটি কুঁড়ে কবর থেকে বছর ৮ এর এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার এক নম্বর ওয়ার্ডের বোরিংডাঙা স্কুল পাড়া এলাকায়। মৃত শিশুর নাম ল্যাংচা বেদ।

আরও পড়ুন -  তৃণমূলের অন্দরেই দাবি, মন্ত্রিসভা ভেঙে নতুন করে সাজান, পার্থ গ্রেপ্তারির পর

জানা গেছে আজ সকালে নন্ডী গ্রামের শ্মশানে বেশ কয়েক জন মাটি কুঁড়ে কিছু করছে। সেই সময় নন্ডী গ্রামের কিছু মানুষ চাষ মাঠে কাজ করছিল, তারা বিষয়টি লক্ষ করে তাদের কাছে এসে মাটি কুঁড়ে কি করছে তা জিজ্ঞাসা করতে জানতে পারে একটি বাচ্চাকে তারা করব দিচ্ছে। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হওয়ায় জামুড়িয়া থানায় পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে কবর থেকে মৃতদেহ তুলে থানায় নিয়ে আসে। পাশাপাশি শিশুর দাদু সহ তিন জনকে পুলিশ আটক করে।

আরও পড়ুন -  “স্বচ্ছ কর ব্যবস্থা-সৎব্যক্তিদের সম্মান জানানো”-র জন্য প্ল্যাটফর্মের সূচনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

কিভাবে শিশুটির মৃত্য হল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর জ্বলে ডুবে মৃত্যু হয়েছিল শিশুটির।

আরও পড়ুন -  President: রাষ্ট্রপতি ২০১৯-২০’র জাতীয় সেবা প্রকল্প পুরস্কার প্রদান করলেন