ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫2 লক্ষ্; ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৩ ৫২,৫৮৯ জন। মোট সংক্রমিতর মধ্যে চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫৭%। ১৪৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন। ১৮ই জুলাই সংক্রমিত সংখ্যা ছিল ৩,৫৮,৬৯২।

নতুন করে সংক্রমিতদের থেকে কোভিডমুক্ত হওয়ার সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাধীন সংক্রমিত সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় মোট চিকিৎসাধীনের সংখ্যা কমেছে ৩,৯৬০।

নতুন করে গত 2৪ ঘন্টায় 2৭ হাজার ৭১ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে এই সময়ে ৩০,৬৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ১৭ দিন ধরে সুস্থ হয়ে ওঠার সংখ্যা, নতুন করে সংক্রমিতের থেকে বেশি।

আরও পড়ুন -  Cold: বছর শেষ হতে আরো দুই দিন বাকি, ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়ি

দেশে এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন মোট ৯৩,৮৮,১৫৯। সুস্থতার হার ৯৪.৯৮ শতাংশ। এর ফলে চিকিৎসাধীন সংক্রমিতর থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যার পার্থক্য বেড়ে হয়েছে ৯0 লক্ষ ৩৫ হাজার ৫৭৩। দশটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠাদের মধ্যে ৭৫.৫৮% মানুষ বাস করেন। কেরালায় সবথেকে বেশি একদিনের সুস্থ হয়েছেন ৫২৫৮ জন, মহারাষ্ট্রের এই সংখ্যা ৩০৮৩ জন পশ্চিমবঙ্গে ২৯৯৪ জন।

আরও পড়ুন -  Asia Cup: শ্রীলঙ্কা-বাংলাদেশ, আজ বাঁচা-মরার লড়াই

নতুন সংক্রমিতদের মধ্যে ৭৫.৮২ শতাংশ ১0 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করেন।

কেরালায় একদিনে ৪৬৯৮ জন, মহারাষ্ট্রে ৩৭১৭ জন এবং পশ্চিমবঙ্গে ২৫৮০ জন সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুন -  Zelensky: ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব, কূটনীতি’র মাধ্যমেইঃ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জন কোভিড সংক্রমণে মারা গেল প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১0টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে ৭৯ দশমিক ৪৬ শতাংশ। মহারাষ্ট্রে ৭0 জন পশ্চিমবঙ্গে ৪৭ জন এবং নতুন দিল্লিতে ৩৩ জন যথাক্রমে মারা গেছেন। সূত্র – পিআইবি।