32 C
Kolkata
Saturday, May 18, 2024

আসানসোলের অগ্নিকন্যা ভবনে বঙ্গীয় ইমাম কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হয়

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের অগ্নিকন্যা ভবনে বঙ্গীয় ইমাম কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারপার্সন সহ টিএমসি জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন আমরা জানি যে ইমাম সাহেবের কাজ ইসলাম সম্পর্কে তথ্য দেওয়া, মসজিদে নামাজ পড়া এবং কোরআন আয়াতের অর্থ ব্যাখ্যা করা। সমাজের লোকেরা যদি কোরআনের আয়াতকে জীবনে অনুসরণ করেন, তবে জীবনে এবং পৃথিবীতে সুখ ও শান্তি থাকবে। ধর্মীয় শিক্ষায় ইমাম সাহেবরা ইসলাম, গীতা ও রামায়ণের সম্পর্কে পুরোহিতরা এবং বাইবেলের সম্পর্কে পাদরিরা সাধারন মানুষ কে শিক্ষা দেন। ধর্মীয়শিক্ষার গুরুদের প্রতি সম্মান ও পরামর্শ সময়ে-সময়ে প্রয়োজন । সুতরাং, আমাদের সরকার ইমাম, পুরোহিত, পাদরিদের সাথে নিয়মিত বৈঠক করেছে এবং তাদের সাথে পরামর্শ করেছে। যাতে সমাজকে আরও সুন্দর করা যায়। তিনি বলেন যে ইমামদের কিছু দরকার আছে, সেগুলো পুর্ণ হলে আপনারা মানসিকভাবে স্বাধীন হয় সমাজের জন্য় আরও কাজ করতে পারবেন। আপনাদের কথাগুলি সঠিক জায়গায় নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। সরকার আপনাদের, সমাজ এবং দেশের উপকারের জন্য কি করতে তার একটি প্রস্তাব দিন, যাতে আমি সরকারের কাছে পৌছে দিতে পারি। যাতে ভবিষ্যতে নীতি নির্ধারণের সময় এটির উপর জোর দেওয়া যায়। এই সময় ইমামদের কে শাল দিয়ে সম্মানিত করা হয়।

আরও পড়ুন -  করোনাকালে উপনির্বাচন সম্ভব ? রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইল কমিশন

Latest News

Web Series: এই ভাবে পানের দোকানের ভিতরে চলে শরীরের খেলা, এসে গেল গরমের সময়ে এইরকম ওয়েব সিরিজ

Web Series: এই ভাবে পানের দোকানের ভিতরে চলে শরীরের খেলা, এসে গেল গরমের সময়ে এইরকম ওয়েব সিরিজ।  Web Series টি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img