প্রয়াত অভিনেত্রী লরেনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা মুক্তি পাচ্ছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। বাবা-মায়ের উপর অভিমান করে গত ৩০ আগস্ট নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই তরুণী। তার অকাল মৃত্যু শোবিজ অঙ্গনে বিষাদের ছায়া ফেলেছিলো।

আরও পড়ুন -  PM Viswakarma Yojona: ৫% সুদে পাবেন ৩ লাখ টাকার লোন, আর সাথে পাবেন ১৫,০০০ টাকা, নিয়ম জানুন

সেই লরেন কাজ করেছিলেন একটি শর্ট ফিল্মে। সেটি এবার মুক্তি পাচ্ছে তাকে উৎসর্গ করেই।

মুহতাসিম তকির পরিচালিত এ শর্টফিল্মটির নাম ‘গল্পটা এমনই ভালো’। এর রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম।

আরও পড়ুন -  Zee Bangla: শেষ হচ্ছে রামকৃষ্ণের যাত্রা, আসছে ‘পিলু’

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত শর্টফিল্মটিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে এর সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত। শর্টফিল্মটির প্রযোজনা করেছেন টি এইচ তন্ময়, রাব্বি রাজ ও সুলতানুজ্জামান।

আরও পড়ুন -  Imran Khan: ইমরান খান আগাম জামিন পেলেন