35 C
Kolkata
Saturday, May 18, 2024

ট্রাইবস ইন্ডিয়া একাধিক নতুন সামাজিক দিক থেকে প্রভাবদায়ী রোগ-প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির সহায়ক কয়েকটি সামগ্রী বাজারে এনেছে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ট্রাইবস্ ইন্ডিয়া তার গ্রাহকদের আরও বেশি আকর্ষণীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে, লক্ষ লক্ষ আদিবাসী শিল্পোদ্যোগী তাঁদের উৎপাদিত পণ্যসম্ভার নিয়ে বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাহকদের কাছে বেশি সংখ্যক পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া এবং আদিবাসী শিল্পোদ্যোগীদের বাজারের সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়গুলিকে বিবেচনায় রেখে গত এক মাস ধরে ট্রাইবস্ ইন্ডিয়া একাধিক নতুন পণ্য সামগ্রী বাজারে এনেছে। এই সমস্ত পণ্য সামগ্রী অধিকাংশই রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সহায়ক এবং বনজ টাটকা ও অর্গানিক পণ্য। চলতি সপ্তাহে ট্রাইবস্ ইন্ডিয়া আরও কয়েকটি নতুন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হ’ল – পরিবেশ-বান্ধব স্যানিটারি প্যাড ‘সহেলি’। বিশেষ ধরনের এই স্যানিটারি প্যাড গুজরাটে গ্রাম সংগঠন কাম্বোদিয়ার আওতায় বাসবা ট্রাইবস্ উৎপাদন করেছে। এই সংগঠনের সঙ্গে ট্রাইবস্ ইন্ডিয়া অংশীদারিত্ব গড়ে তুলেছে, যাতে এ ধরনের স্যানিটারি প্যাড সারা ভারতে বিপণন করা যায়।

আরও পড়ুন -  Qatar World Cup: কাতার বিশ্বকাপে পোল্যান্ড, সুইডেনকে হারিয়ে

ট্রাইবস্ ইন্ডিয়া চলতি সপ্তাহে যে সমস্ত টাটকা বনজ প্রাকৃতিক ও অর্গানিক সামগ্রী বিক্রির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, তার মধ্যে অধিকাংশই উপহারের সামগ্রী ও গৃহ শয্যার উপকরণ রয়েছে।

ট্রাইবস্ ইন্ডিয়ার খুচরো বিক্রয় কেন্দ্রগুলিতে সমস্ত নতুন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। ট্রাইবস্ ইন্ডিয়ার ভ্রাম্যমাণ গাড়িতে করেও এই সমস্ত সামগ্রী বিপণন করা হচ্ছে। এমনকি, ট্রাইবস্ ইন্ডিয়ার অনলাইন প্ল্যাটফর্ম ই-মার্কেট প্লেস ও ই-টেলার্স – এও পাওয়া যাচ্ছে।

এই উপলক্ষে রাষ্ট্রায়ত্ত ট্রাইফেডের ম্যানেজিং ডাইরেক্টর শ্রী প্রবীর কৃষ্ণ বলেছেন, আদিবাসী মানুষের জীবন যাত্রায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে ট্রাইবস্ ইন্ডিয়া অভিযান অব্যাহত থাকতে, যাতে তাঁদের উপার্জন ও জীবনের মান আরও বাড়ানো যায়। আজ এ সমস্ত সামগ্রী ট্রাইফেডের পক্ষ থেকে বাজারে আনা হচ্ছে – সেগুলি সবই পরিবেশ-বান্ধব বলেও শ্রী কৃষ্ণ জানান। গুজরাটের কামোদিয়া গ্রাম সংগঠনের পক্ষ থেকে যে পরিবেশ-বান্ধব স্যানিটারি প্যাড তৈরি করা হয়েছে, তা অত্যন্ত ব্যয়-সাশ্রয়ী এবং সব বয়সের জন্য উপযোগী। ট্রাইফেড আজ যে সমস্ত নতুন পণ্য বাজারে এনেছে বা সূচনা করেছে, সেগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে। এই সমস্ত সামগ্রী বা উপকরণের মধ্যে রয়েছে – ভগবান গণেশের অনুপম হস্ত কারুমূর্তি, দেবী লক্ষ্মীর মূর্তি, ডোকরা ধাঁচে গৃহ সাজানোর উপকরণ প্রভৃতি। দৈহিক রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য যে সমস্ত সামগ্রী আজ সূচনা হয়েছে, তার মধ্যে রয়েছে – নাচিকনা পাউডার, হ্যারিডঃ ও ত্রিফলা ট্যাবলেট, বিভিন্ন ধরনের মধু, দেরাদুণ থেকে সংগ্রহ করা ক্রিমি মাশরুম এবং কিছু প্রাকৃতিক বাম।

আরও পড়ুন -  T20: আইসিসির নিয়ম বদল, বিশ্বকাপের মাঝে

রাষ্ট্রায়ত্ত ট্রাইফেড ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রকে অনুসরণ করে আদিবাসী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ট্রাইফেডের পক্ষ থেকে ভারতের বৃহত্তম কারুশিল্প ও অর্গানিক সামগ্রীর অনলাইন বিপণন ব্যবস্থা ট্রাইবস্ ইন্ডিয়া ই-মার্কেট প্লেসের সূচনা হয়েছে। অনলাইন এই ব্যবস্থায় ৫ লক্ষাধিক আদিবাসী উদ্যোগী তাঁদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাওয়ার সুবিধা পাছেন।

আরও পড়ুন -  Joe Biden: লড়বেন জো বাইডেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে

লক্ষ লক্ষ আদিবাসী শিল্পোদ্যোগী ক্ষমতায়নে ট্রাইবস্ ইন্ডিয়া ই-মার্কেট প্লেসের সূচনা হয়েছে। অনলাইন এই বিপণনী থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও সুস্থায়ী সামগ্রী সংগ্রহ করা সম্ভব। আদিবাসী মানুষের শতাব্দী প্রাচীণ ঐতিহ্যের নিদর্শন এই সামগ্রীগুলিতে প্রতিফলিত হয়েছে। তাই, ট্রাইবস্ ইন্ডিয়ার বিপণন ওয়েবসাইট market.tribesindia.com দেখা যেতে পারে, যেখানে ‘ভোকাল ফর লোকাল’ বা স্থানীয় সামগ্রীর ব্যবহার ও প্রসারে আরও উৎসাহ দেওয়া যেতে পারে। সূত্র – পিআইবি।

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img