37 C
Kolkata
Friday, May 17, 2024

পুরাতন মালদার সাহাপুরে মাতৃ সংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ প্রতিবছরই চন্দননগরের আদলে পুরাতন মালদার সাহাপুরে মাতৃ সংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা ভাইরাসের জেরে নমো নমো করে অনুষ্ঠিত হচ্ছে জগধাত্রি পূজো। মূলত এই ক্লাবের উদ্যোগে নবমীর দিন জগধাত্রী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বেশ জাঁকজমকপূর্ণ ভাবে প্রতিবছরই হয়ে থাকে এই জগদ্ধাত্রী পুজো। কিন্তু এবছর করোণা ভাইরাসের জেরে নমো নমো করে পুজো হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। এ বিষয়ে চিনময় কুন্ডু জানান, ১৯৭৫ সাল থেকে এই পুজো হয়ে আসছে। গ্রামবাসীদের মিলিত সহযোগিতায় হয়ে থাকে পুজো। কিন্তু এ বছর করোনার জেরে তারা চাঁদা না তুলেই এই পুজোর আয়োজন করেছেন।

আরও পড়ুন -  সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম আসানসোলের মাটিতে পা রাখলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img