‘টুইটার ফ্লিটস’

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বর্তমান বিশ্বে মতপ্রকাশ তথা আউট লোক প্রদর্শনের বড় ক্ষেত্র হয়েছে উঠেছে এ মাধ্যমটি। আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক মাধ্যম হিসেবে টুইটারও জনপ্রিয়।

সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে এ মাধ্যমটি। নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে টুইটার। স্ন্যাপচ্যাট বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এখন থেকে টুইটারেও একটি আলাদা ট্যাবের সাহায্যে যেকোনও ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে।

আরও পড়ুন -  Battlefield Ukraine: যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে ঘরে ফিরলেন, আসানসোল রেল পারের বাসিন্দা সাহলিন সাজিদ

যা পোস্ট করার পরবর্তী ২৪ ঘণ্টা পর নিজে থেকেই সরে যাবে। নতুন ফিচারটির নাম দেয়া হয়েছে ‘টুইটার ফ্লিটস’।

এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লিটসের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে নানা কথোপকথনে অংশ নিতে পারবেন। মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। ব্যবহারকারীরা এতে অনেক বেশি স্বচ্ছন্দ পাবেন।

আরও পড়ুন -  Nepal: বৃষ্টি, বন্যা ও ভূমিধস, নিহত ৪৩, নেপালে

এতে নতুনরা এই টুইটার ফ্লিকট থেকে বাড়তি সুবিধা পাবেন, তাদের ইতস্তত ভাব কমবে। খুব বেশি চিন্তা-ভাবনা না করেই তারা তাদের কথা ও ধ্যান-ধারণা শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন -  Guinness Book: গিনেস বুকে মেসি, টপকে গেলেন রোনালদোকে