খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং মাস ব্যাপি এনসিসি-র সাংবিধানিক দিবস যুব ক্লাব প্রচার কর্মসূচির নতুন দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। দেশের মানুষের মধ্যে ভারতীয় সংবিধানের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির উদ্দেশ্য। উদ্বোধনী ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়কে সংবিধানের মূল ভাবনা বুঝতে হবে এবং এর আদর্শগুলি বাস্তবায়িত করার জন্য কাজ করতে হবে। দীর্ঘ আলাপ-আলোচনার পর আমাদের সংবিধান তৈরি করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় ‘আমরা’ কথাটি লেখা আছে। অর্থাৎ আমাদের দেশ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সকলের মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেছেন, সংবিধানের অধিকার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে, একই সময় তাদের কর্তব্যগুলিও মনে করিয়ে দিতে হবে। কারণ অধিকার ও কর্তব্য পরস্পরের সঙ্গে সংপৃক্ত। শ্রী সিং বলেছেন এই প্রচার কর্মসূচির মাধ্যমে মানুষকে জানাতে হবে কর্তব্য পালন না করলে নাগরিকরা তাদের অধিকার উপভোগ করতে পারবেন না এবং এই কর্মসূচির মধ্য দিয়ে শৃঙ্খলাবোধ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, স্বাধীনতা, সাম্য, সার্বভৌমত্ব ও সামাজিক ঐক্যবোধের আদর্শ মানুষের জীবনে সঞ্চারিত করতে হবে। শ্রী সিং আরও বলেছেন, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ডঃ বি আর আম্বেদকর এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো মহান নেতাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সংবিধানের আদর্শগুলি মেনে চলতে হবে।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী কিরেন রিজিজু-ও এই অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। মাস ব্যাপি এই প্রচার কর্মসূচিতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি), ন্যাশনাল সার্ভিস স্কিম ও নেহেরু যুব কেন্দ্র সংস্থানের মতো যুব সংগঠনগুলি প্রচার চালাবে। ভারত স্কাউট অ্যান্ড গাইডস, হিন্দুস্থান স্কাউট অ্যান্ড গাইডস অ্যাসোসিয়েশন এবং রেড ক্রস-ও এই কর্মসূচিতে সামিল হবে। আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত এই সচেতনতা কর্মসূচি চলবে। ২২-২৪শে নভেম্বর দেশ জুড়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিচার মন্ত্রকের # Its My Duty ও এনসিসি-র # MeraKartavya ট্যুইটার হান্ডেল, সোশ্যাল মিডিয়া, ইমেল, মেসেজ ও ব্যানারের মাধ্যমে এই প্রচার কর্মসূচি চলবে। এর মধ্যে প্রকৃতির প্রতি নাগরিকদের দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা ও বাড়ি এবং আশেপাশের অঞ্চলে সপ্তাহব্যাপি পরিচ্ছন্নতা কর্মসূচীও রয়েছে। এই অনুষ্ঠানে উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। সূত্র – পিআইবি।