ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী পরিষেবা প্রদানকারী আধিকারিকদের প্রশিক্ষণ এখন থেকে হাদ্রাবাদের এসভিপিএনপিএ-তে অনুষ্ঠিত হবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী পরিষেবা প্রদানকারী (আইআরপিএফএস) আধিকারিকদের প্রশিক্ষণ এখন থেকে হায়দ্রাবাদের এসভিপিএনপিএ-তে অনুষ্ঠিত হবে। আইপিএস প্রভিশনারদের সঙ্গে পরবর্তী ব্যাচের প্রশিক্ষণের প্রথম পর্ব এখানে অনুষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে নিযুক্ত হওয়ার পরে আইপিএস এবং আইআরপিএফএস আধিকারিকদের মধ্যে আরও ভালো সমন্বয় ও সহযোগিতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইআরপিএফএস-এর আধিকারিকরা ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-তে নিয়োগ হয়ে থাকেন। পরীক্ষায় পাশ করার পর তাঁদেরকে ভদোদরার ন্যাশনাল অ্যাকাডেমি অফ্ ইন্ডিয়ান রেলওয়ে এবং মুসৌরির এলবিএসএনএএ-তে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। তার পর তাঁদের লক্ষ্ণৌর জগজীবনরাম আরপিএফ অ্যাকাডেমিতে পেশাদারি প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।

আরও পড়ুন -  Bot Tree: বট গাছের নীচে পূজিত হবেন মা কালী

আইআরপিএফএস আধিকারিকদের তিনটি ব্যাচ আইপিএস আধিকারিকদের সঙ্গে ১৯৯৮ এবং ১৯৯৯ সালে প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়া হয়।

রেল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে আন্তঃমন্ত্রকের পরামর্শের পরে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আইআরপিএফএস-এর প্রভিশনাররা প্রাথমিকভাবে হায়দ্রাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ অ্যাকাডেমি (এসভিপিএনপিএ)-তে প্রশিক্ষণ নেবেন। আইপিএস প্রভিশনারদের পরবর্তী ব্যাচের সঙ্গে চলতি বছরের শীতের শুরুতেই তাঁরা এখানে প্রশিক্ষণ শুরু করবেন।

আরও পড়ুন -  Apple: আইফোন-১৪ উন্মুক্ত হলো

এসভিপিএনপিএ-তে আইআরপিএফএস আধিকারিকদের রেল সুরক্ষার বিষয়ে আরও কার্যকরি ও পেশাদারিত্বের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মক্ষেত্রের বিভিন্ন কেন্দ্রে নিযুক্ত হওয়ার পরে আইআরপিএফএস এবং আইপিএস আধিকারিকদের মধ্যে যাতে আরও ভালো সমন্বয় ও সহযোগিতা বজায় থাকে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় সুরক্ষার পাশাপাশি রেল সুরক্ষার ক্ষেত্রে আরপিএফ-দের নেতৃত্ব আরও উন্নততর পেশাদারি দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য তাঁদের এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাঁরা যাতে কর্মজীবনের শুরু থেকেই আইপিএস আধিকারিকদের সঙ্গে কাজ করে সফলতা অর্জন করতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  NATO: ন্যাটোর ঘোষণা, চলমান যুদ্ধের মধ্যে পরমাণু মহড়া চালানোর