32 C
Kolkata
Wednesday, May 15, 2024

জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। আহত বৃদ্ধর নাম আশিস মণ্ডল বয়স (৬৫)বছর। বাড়ি বৈষ্ণবনগর থানা বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর এলাকায়।পরিবারে রয়েছে স্ত্রী বিশাখা মন্ডল তিন ছেলে ও দুই মেয়ে। পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বেগুনের জমিতে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে গিয়েছিল। সেই সময় হাসুয়া দিয়ে ঘাস কাটতে গেলে হাঁসুয়ার কোপ লাগে বোমের উপর। তৎক্ষণাৎ বোমা ফেটে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। তার চোখে হাতে এবং সারা শরিরে বোমের আঘাত লাগে।বোমের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পরিবারের লোকও ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন -  ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হলেন

আহত বৃদ্ধর ছেলে উত্তম মন্ডল জানান প্রত্যেক দিনের মতো আমার বাবা গত কালকে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বেগুনের জমিতে ঘাস কাটতে গিয়েছিল।ঘাস কটার সময় হঠাৎই হাঁসুয়ার কোপ পড়ে যায় বোমের ওপর। এরপর বোম ফেটে বাবা গুরুতর আহত হন। বোমের আঘাতে বাবার সারা শরীরে আঘাত রয়েছে।আমরা প্রথমে উদ্ধার করে বাবাকে নিয়ে যায় বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল সেখান থেকে অবস্থার অবনতি হলে স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বর্তমানে বাবা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কে বা কারা জমিতে বোম রেখে গেছে আমরা কিছুই বুঝে উঠতে পারছিনা। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বেশকিছু বোমা উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

আরও পড়ুন -  সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর যেকোন আক্রমণ জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকারক : উপরাষ্ট্রপতি

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img