বিশ্ব বিজ্ঞান দিবসে ২০ ফিট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে বিআইটিএম ১০ নভেম্বর বিআইটিএম ফের দরজা খুলছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অন্তর্গত বিড়লা কারিগরি ও প্রযুক্তি সংগ্রহালয় ১০ নভেম্বর তার প্রাঙ্গণে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে। ওই দিন বিশ্ব বিজ্ঞান দিবস এবং আন্তর্জাতিক বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান সংগ্রহশালা দিবস হিসেবে উদযাপিত হয়। বিআইটিএম-সহ দেশের সমস্ত সংগ্রহশালাগুলি কোভিড-১৯ অতিমারির জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রসংগত গত ১৫ মার্চ বিআইটিএম-এর দরজা বন্ধ হয়ে যায় এই কারণেই। সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ অনুসারে সমস্ত সংগ্রহশালা এবং প্রদর্শশালা পুনরায় খোলা হচ্ছে। বিআইটিএম ১০ নভেম্বর দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তবে, অতিমারী প্রতিহত করার জন্য সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলতে হবে।

আরও পড়ুন -  বাজার কাঁপাচ্ছে এই-E Cycle

এ কারণে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেগুলি হল :

>অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা

>ঢোকার সময় প্রত্যেকের তাপমাত্রা মাপা হবে

>সবাইকে ফেস কভার এবং মাস্ক সবসময় পরে থাকতে হবে

আরও পড়ুন -  Team India: দ্রাবিড়-রোহিতের বিশ্বস্ত হয়ে উঠছেন এই ধ্বংসাত্মক ক্রিকেটার, হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার ধ্বংসের মুখে

>পা চালিত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে এই বিজ্ঞান সংগ্রহশালা প্রাঙ্গনে দর্শকদের প্রয়োজনে

>ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য গ্লাভসের-ও ব্যবস্থা করা হয়েছে

>সংগ্রহশালায় নিয়মিতভাবে জীবনুমুক্ত করার কাজ করা হবে

আরও পড়ুন -  Tennis Player: টেনিস খেলোয়াড় জোকোভিচ আটক

>প্রদর্শনীগুলি স্পর্শ করা যাবেনা

>শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

>স্পর্শহীন জলের কলের ব্যবস্থা করা হয়েছে

>বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ঘোষণা মাঝে মধ্যেই করা হবে। সূত্র – পিআইবি।