সাই, টিটিএফআই-কে জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির শোনেপত আয়োজন করার অনুমতি দিয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ২৮শে অক্টোবর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত টেবিল টেনিসের জাতীয় প্রশিক্ষণ শিবির আয়োজনের অনুমতি দিয়েছে। শোনেপতে দিল্লি পাবলিক স্কুলে , টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া (টিটিএফআই) এই শিবিরের আয়োজন করবে। এখানে ৫ জন পুরুষ ও ৬ জন মহিলা খেলোয়াড় প্রশিক্ষণ নেবেন। এর জন্য বিমান ভাড়া ও চিকিৎসার খরচ বাদে ১৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন -  Web Series: এই ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে ভর্তি, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

ডিপিএস শোনেপতের প্রশিক্ষণ শিবিরে থেকে প্রশিক্ষণ নিতে হবে। খেলাধূলা সংক্রান্ত কার্যক্রম শুরুর জন্য সাই যে সাধারণ পরিচালন পদ্ধতি ঘোষণা করেছে, সেটি মেনে চলতে হবে। মার্চ মাসে করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছিল, তার পর টেবিল টেনিসের জন্য এটি প্রথম জাতীয় স্তরের প্রশিক্ষণ শিবির। মানুষ শাহ, মানব ঠক্কার, সুধাংশু গ্রোভার, জুবীন কুমারের সঙ্গে কমনওয়েল্থ গেমস-এর ৪ বারের সোনা জয়ী অচন্ত শরৎ কমল, ছেলেদের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন। মেয়েদের প্রশিক্ষণ শিবিরে অনুষা কুটুম্বালে, দিয়া চৈতালে, সুতীর্থা মুখোপাধ্যায়, অর্চনা কামাথ, তাকেমি সরকার ও কৌশানী নাথ যোগ দেবেন।

আরও পড়ুন -  Sayantan Basu: পেট্রোপণ্যের ভ্যাট প্রত্যাহার এবং ত্রিপুরা নিয়ে তৃণমূলকে কটাক্ষ, সায়ন্তন বসু

২০১৮র যুব অলিম্পিকে সেমিফাইনাল খেলেছেন অর্চনা কামাথ। আগামী অলিম্পিক গেমসে পদক জয়ের জন্য তিনি চেষ্টা চালাবেন। শ্রীমতী কামাথ জানিয়েছেন, এই শিবিরে আসতে পেরে তিনি আনন্দিত।

আরও পড়ুন -  Bangladesh-Afghanistan Test: লিটন অধিনায়ক হলেন, দলে নতুন মুখ শাহাদাত এবং মুশফিক

ভারত, সম্প্রতি টেবিল টেনিসে যথেষ্ট ভালো খেলছে। ২০১৮’র কমনওয়েল্থ গেমসে ভারতীয় প্রতিযোগীরা ৮টি পদক পেয়েছিলেন। ২০১৮’র এশিয়ান গেমসে প্রথম বারের মতো ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা পদক এনেছিল। সূত্র – পিআইবি।