দুর্গাপুজো উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দুর্গাপুজো উপলক্ষ্যে দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “পবিত্র দুর্গাপুজো উপলক্ষ্যে আমি দেশ ও বিদেশের সহ-নাগরিকদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সারা ভারতে প্রাচীনকাল থেকে বিশেষ করে পূর্ব ভারতে ১০ দিন ধরে দুর্গাপুজো উদযাপিত হয়। উৎসবের এই সময়ে ভক্তরা শক্তির দেবী হিসেবে দুর্গাকে, বিদ্যা ও বুদ্ধির দেবী হিসেবে সরস্বতীকে এবং সমৃদ্ধি দায়িনী দেবী লক্ষ্মীকে পুজো করেন। দুর্গাপুজো আমাদের ঐতিহ্য অনুসারে নারীদের প্রতি সম্মান জানানোর উৎসব। এই উপলক্ষ্যে আমরা মাতৃশক্তি অর্থাৎ আমাদের মহিলাদের শ্রদ্ধা জানাই এবং তাঁদের ক্ষমতায়নের বিষয়ে উদ্যোগী হই।

আরও পড়ুন -  ধর্মঘটের সর্মথনে বামেদের পক্ষ থেকে মিছিল ও কুশপুতুল দাহ

প্রচলিত ধারণা অনুসারে অজেয় অসুরকে পরাজিত করার জন্য দেবী দুর্গা সব দেবতার সামগ্রিক শক্তিকে প্রয়োগ করেছিলেন। এই উৎসবের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে সঙ্কটের সময় সকলে একজোট হলে সঙ্কটকে মোকাবিলা করা যায়। ” সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  রয় কৃষ্ণ বাগান ছাড়লেন