পূর্ব লাদাখে ডেমচোক সেক্টরে একজন চীনা সৈন্যকে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ পিএলএ-র একজন সৈনিককে ১৯শে অক্টোবর পূর্ব লাদাখের ডেমচোক সেক্টর থেকে উদ্ধার করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে কর্পোরাল ওয়াং ইয়া লং পথভ্রষ্ট হয়েছিলেন।

আরও পড়ুন -  Hot Dance Video: লাল বিকিনিতে হট নাচ, তরুণীর সাহস দেখে নেটিজেনদের কপালে ঘাম

পিএলএ-র ওই সৈন্যকে অক্সিজেন, খাদ্য ও গরম পোষাক সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়, যাতে উচ্চতম এলাকায় প্রতিকূল পরিস্থিতিতে তাঁর কোনো অসুবিধে না হয়।

পিএলএ তাঁদের হারিয়ে যাওয়া সৈন্যের বিষয়েও একটি অনুরোধও পাঠিয়েছিল। প্রথা অনুসারে লং-কে চুশুল-মলডোতে সব প্রক্রিয়া সম্পন্ন করে চীনা আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  T20 World Cup: টেবিলের শীর্ষে ভারত, নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে

Leave a Comment