31 C
Kolkata
Friday, May 3, 2024

কুড়ি ফুট উচ্চতার ফাইবারে তৈরি দুর্গা প্রতিমা

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা শহরের প্রাণকেন্দ্র কানির মোড়‌। কারণ এই মোড়ের অদূরে রয়েছে মালদা রেল স্টেশন। ট্রেন থেকে নেমে কোথাও যেতে হলে এই মোড়ের ওপর দিয়েই যেতে হয় দূর-দূরান্ত থেকে আসা মানুষদের। তাই এবারে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে কানির মোড় সৌন্দর্যায়নের পদক্ষেপ নেওয়া হলো। কানিরমোরে বসানো হচ্ছে কুড়ি ফুট উচ্চতার ফাইবারে তৈরি দুর্গা প্রতিমা। পরিবর্তন করা হচ্ছে কানির মোড়ের নামও।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার। সামনে দুর্গা পুজো তাই কানির মোরে দুর্গা প্রতিমা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শহরের সৌন্দর্য বাড়বে। কারণ এই কানির মোর শহরের প্রাণকেন্দ্র। পঞ্চমীতে উদ্বোধন করা হবে এই দুর্গা প্রতিমার।তবে কানির মোড়ের নাম পরিবর্তন করে কি রাখা হবে তা পৌরসভার মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাবলা সরকার।

আরও পড়ুন -  এক যুবতীর নাচ দেখুন ( Video ) তে গায়ে হলুদের অনুষ্ঠানে, ‘শুনো মিয়া শুনো মিয়া’

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img